ভূতের কবলে পাকিস্তানি ক্রিকেটার!
বিশ্বকাপের আগে অদ্ভুত সমস্যায় পড়েছেন হারিস সোহেল। নিউজিল্যান্ডের এক হোটেলে ভূতের ভয়ে জ্বর বাঁধিয়ে ফেলেছেন পাকিস্তানের ২৬ বছর বয়সী এই অলরাউন্ডার। দুঃসহ অভিজ্ঞতা নেতিবাচক প্রভাব ফেলেছে তাঁর পারফরম্যান্সেও।
দুই ম্যাচের ওয়ানডে সিরিজ ও দুটি প্রস্তুতি ম্যাচ খেলতে পাকিস্তান দল এখন নিউজিল্যান্ডে। ক্রাইস্টচার্চের এক হোটেলে গত শনিবার রাতে এই ‘আধিভৌতিক’ ঘটনার জন্ম। হঠাৎ বিছানা নড়ে ওঠায় ঘুম ভেঙে যায় সোহেলের। ভয় পেয়ে তিনি সঙ্গে সঙ্গে কোচিং দলের এক সদস্যকে ফোন করেন। দলের কর্মকর্তারা সোহেলকে বোঝানোর চেষ্টা করেন, কোনো দুঃস্বপ্ন দেখে ভয় পেয়েছেন তিনি। কিন্তু সোহেলের বদ্ধমূল ধারণা হয়, তিনি ‘অতিপ্রাকৃত’ কোনো কিছুর মুখোমুখি হয়েছিলেন।
পরদিন রোববার নিউজিল্যান্ড প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে খেলতে পারেননি ভয়ের চোটে জ্বর বাঁধিয়ে ফেলা সোহেল। মঙ্গলবার দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে মাঠে নামলেও ভালো খেলতে পারেননি। ২৫ বল খেলে মাত্র ৬ রান করার পর চার ওভার বল করে ২৭ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন।
সোহেল অবশ্য ‘ভুতুড়ে’ অভিজ্ঞতার মুখে পড়া প্রথম ক্রিকেটার নন। ২০১৪ সালের জুলাইয়ে লন্ডনের এক হোটেলে বাথরুমের কল আপনা-আপনি খোলা আর বন্ধ হওয়ার অভিযোগ করেছিলেন ইংল্যান্ডের পেসার স্টুয়ার্ট ব্রড। ২০০৫ সালে অ্যাশেজ চলার সময় হোটেলরুমে ভূতের ভয় পেয়েছিলেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার শেন ওয়াটসন। পরে রাতে ঘুমিয়েছিলেন সতীর্থ ব্রেট লির ঘরে।