ভারতে বিশ্বকাপ আয়োজন নিয়ে সৌরভের আক্ষেপ
আর মাত্র ৯৭ দিনের অপেক্ষা। এরপরই ভারতের মাটিতে বসছে আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। শুরুর আগেই ক্রিকেট ভক্তদের মাঝে বিরাজ করছে নানা ধরনের উত্তেজনা। পছন্দের দল নিয়ে চলছে নানান হিসাবে নিকাশ। তবে, বিশ্বকাপ সূচি প্রকাশিত হওয়ার পরই বিমর্ষ সাবেক বিসিসিআই সভাপতি ও ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি।
গতকাল বৃহস্পতিবার (২৯ জুন) ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, বিশ্বকাপের সূচি ঘোষণার পরেই টুইট করেছেন সৌরভ। সেখানে নিজের আক্ষেপের কথা জানিয়েছেন। সৌরভ লেখেন, ‘ভারতে বিশ্বকাপ দেখার জন্য মুখিয়ে আছি। কোভিডের জন্য সভাপতি হিসেবে তো বিশ্বকাপ আয়োজনের সুযোগটাই পেলাম না।’
বিসিসিআই সভাপতি হিসেবে যখন দায়িত্বে ছিলেন সৌরভ, তখন ২০২০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতের মাটিতে হওয়ার কথা ছিল। তবে করোনা মহামারির কারণে সেই বিশ্বকাপ পিছিয়ে ২০২১ সালে হয়। তবে সেই বছরও করেনার কারণে ভারতের মাটিতে বিশ্বকাপ আয়োজন করা যায়নি। আয়োজন করা হয়েছিল সংযুক্ত আরব আমিরাতে। সেই আক্ষেপই থেকে গেছে সাবেক এই বোর্ড সভাপতির।
২০২২ সালে বিসিসিআই সভাপতির পদ থেকে সরে দাঁড়ান সৌরভ। এরপর বোর্ডের নতুন সভাপতি হন রজার বিনি। এখন আইসিসির ক্রিকেট কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন সৌরভ। লোধা কমিটির সুপারিশ অনুযায়ী, বিসিসিআইয়ের দায়িত্ব ছাড়ার পরের তিন বছর দেশের কোনো ক্রীড়া প্রশাসনে থাকা যাবে না। এই সময় পার করার পর আবার ভারতীয় ক্রিকেটের দায়িত্বে ফেরা যাবে। তাহলে কি ২০২৫ সালের পর আবার ভারতের ভারতের ক্রিকেট প্রশাসনে দেখা যেতে পারে সৌরভকে! উত্তরটা সময়ই বলে দেবে।