বিশ্বকাপে থাকছে না ই-টিকেট, যেভাবে মাঠে ঢুকবেন দর্শকরা
আসন্ন ওয়ানডে বিশ্বকাপ নিয়ে ভক্তদের আগ্রহের কমতি নেই। অন্য যেকোনো বিশ্বকাপের চেয়ে এবারের বিশ্বকাপের উন্মাদনা বেশি। উপমহাদেশের ক্রিকেটপাগল ভক্তরা রয়েছে ভারতের মাটিতে বিশ্বকাপ শুরুর অপেক্ষায়। টিকেটের চাহিদাও থাকবে তাই আকাশচুম্বী। এরইমধ্যে দর্শকদের জন্য হতাশার খবর দিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ই-টিকেট দেখিয়ে মাঠে খেলা দেখাটা হচ্ছে না তাদের। ছাপা টিকেট দেখিয়েই ঢুকতে হবে মাঠে।
গতকাল বৃহস্পতিবার (২৭ জুলাই) দিল্লিতে এক সভায় বিষয়টি নিশ্চিত করেন বিসিসিআইয়ের সাধারণ সম্পাদক জয় শাহ। এমনটিই জানিয়েছে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে।
আজ শুক্রবার (২৮ জুলাই) ইন্ডিয়া টুডেতে প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, বিশ্বকাপে কোনো ই-টিকেটিং ব্যবস্থা থাকছে না।
ইন্টারনেটে টিকেট কেটে ম্যাচের দিন নির্দিষ্ট ভেন্যুতে থাকা টিকেট কাউন্টার থেকে ছাপা টিকেট সংগ্রহ করতে পারবে দর্শকরা। প্রতিটি স্টেডিয়ামে থাকবে সাত-আটটি করে কাউন্টার। দর্শকরা ভোগান্তি ছাড়াই যেন টিকেট নিতে পারে, সেদিকে সর্বোচ্চ নজর দেবে বিসিসিআই।
আগামী ৫ অক্টোবর থেকে শুরু হতে চলা ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরে ই-টিকেট ব্যবস্থা চালু করার কথা ছিল। তবে, সেটি থেকে সরে আসে ভারতীয় ক্রিকেট বোর্ড।
এ বিষয়ে জয় শাহ বলেন, ‘কোনো দ্বিপাক্ষিক সিরিজে পরীক্ষামূলকভাবে ই-টিকেট ব্যবস্থা চালুর পরিকল্পনা করছি আমরা। যেহেতু পূর্ব অভিজ্ঞতা নেই, বিশ্বকাপের মতো আসরে এটি ঝুঁকিপূর্ণ হতে পারে।’