চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে বিশ্বকাপের সেমিতে দেখছেন শেবাগ
বিশ্বকাপের বাকি আছে ৫৫ দিন। ৫ অক্টোবর থেকে ভারতে শুরু হবে ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। উপমহাদেশের মাটিতে বিশ্বকাপ, তাই ভক্তদের উন্মাদনা একটু বেশি। এখনই নিজেদের সম্ভাব্য সেমি ফাইনালিস্টের তালিকা তৈরি করছেন কেউ কেউ। বাদ যাচ্ছেন না তারকারাও। বিশ্বকাপজয়ী সাবেক ভারতীয় ওপেনার বীরেন্দ্রর শেবাগ যেমন তার সেরা চার বেছে নিলেন।
শেবাগের চোখে এবারের বিশ্বকাপে শেষ চারে খেলবে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত ও পাকিস্তান। আইসিসিকে দেওয়া এক সাক্ষাৎকারের বরাতে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এবিপি নিউজ।
অসি ও ইংলিশদের ফর্ম ও রেকর্ড কথা বলবে তাদের হয়ে। বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড। অস্ট্রেলিয়া সর্বোচ্চ পাঁচবারের চ্যাম্পিয়ন। ভারতের ক্ষেত্রে ঘরের মাঠে বিশ্বকাপ। চেনা পরিবেশ, চেনা দর্শকের সামনে ভারতের সেমি ফাইনালে না ওঠাটাই বরং অঘটন হবে।
অন্যদিকে, ভারতের মতোই উপমহাদেশের চেনা কন্ডিশন পাকিস্তানকে সাহায্য করবে। তা ছাড়া, সম্প্রতি পাকিস্তানের দলগত পারফরম্যান্স দলটিকে এগিয়ে রাখবে যে কোনো টুর্নামেন্টে। বিশ্বকাপজয়ী শেবাগের অভিজ্ঞ চোখ তাই পাকিস্তানকে দেখছে মেগা ইভেন্টের সেমি ফাইনালে।
৫ অক্টোবর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও গতবারের রানার্সআপ নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে পর্দা উঠবে বিশ্বকাপের। একই স্টেডিয়ামে ফাইনাল অনুষ্ঠিত হবে ১৯ নভেম্বর।