বিশ্বকাপ জিততে ক্ষুধার্ত কিউই পেসার বোল্ট
দীর্ঘ এক বছর পর নিউজিল্যান্ডের ওয়ানডে দলে ফিরেছেন পেসার ট্রেন্ট বোল্ট। ফ্র্যাঞ্চজাইজি লিগে খেলার জন্য গত বছর নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের সঙ্গে চুক্তি বাতিল করেছিলেন কিউই পেসার। জাতীয় দলের হয়ে সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন গত বছর সেপ্টেম্বরে। আবার তাকে ফিরিয়ে আনা হয়েছে জাতীয় দলে।
আগামী ৮ থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত ইংল্যান্ডে চার ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে নিউজিল্যান্ড। সেই সিরিজের দলে ডাকা হয়েছে অভিজ্ঞ এই পেসারকে। কারণটা স্পষ্ট, সামনে ওয়ানডে বিশ্বকাপ। দলের পরীক্ষিত তারকাকে বিশ্ব আসরে প্রয়োজন সর্বশেষ আসরের রানার্সআপ নিউজিল্যান্ডের।
বৃহস্পতিবার (১০ আগস্ট) ইএসপিএন ক্রিকইনফোর এক প্রতিবেদন থেকে জানা যায়, এক বছর পর দলে ফিরে আসা বোল্ট চান বিশ্বকাপ জিততে। বোল্ট বলেন, ‘আমার ভাবনায় এটি সব সময়ই ছিল–আমি ফিরে আসব এবং বিশ্বকাপে দলের জন্য নিজের কাজটা করব। আমি শুধু ভাবছি বিশ্বকাপ নিয়ে, যেটা জেতার খুব কাছাকাছি গিয়েছিলাম চার বছর আগে। আশা করি এবার তা উঁচিয়ে ধরতে পারব।’
দীর্ঘ বিরতির পর বিশ্বকাপের আগে ইংল্যান্ড সিরিজ কাজে দেবে বলে বিশ্বাস করেন বোল্ট। ২০১১ সালে নিউজিল্যান্ডের হয়ে অভিষিক্ত ৩৪ বছর বয়সী এই তারকা জাতীয় দলের হয়ে ৯৯ ওয়ানডেতে নিয়েছেন ১৮৭ উইকেট।