বাংলাদেশ-লেবানন ম্যাচে গোলশূন্য প্রথমার্ধ
ফুটবল বিশ্বকাপ ২০২৬ এর বাছাই পর্বে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে সাত গোলের বড় ব্যবধানে হারে বাংলাদেশ। বাছাই পর্বের ম্যাচে আজ মঙ্গলবার (২১ নভেম্বর) মাঠে নেমেছে দলটি। দ্বিতীয় পর্বের দ্বিতীয় ম্যাচে আই গ্রুপে জামাল ভূঁইয়াদের প্রতিপক্ষ লেবানন। ঘরের মাঠ কিংস অ্যারেনায় ম্যাচের প্রথমার্ধ্ব শেষ হয়েছে গোলশূন্য সমতায়।
ফুটবলীয় দক্ষতায় বাংলাদেশের চেয়ে এগিয়ে আছে লেবানন। ফিফা র্যাঙ্কিংয়ে তাদের অবস্থান ১০৪তম। বাংলাদেশ আছে ১৮৩ নম্বরে। প্রথমার্ধ্বে গোল না পেলেও কোনো গোল হজম করেনি বাংলাদেশ। দুদলই মাঠে নামে ৪-৩-৩ পজিশনে। বলার মতো কোনো আক্রমণ করতে পারেনি দুদলের কেউই। অধিকাংশ সময় বল ঘুরেছে মধ্যমাঠেই।
ম্যাচের ২৪ মিনিটে তারিক কর্নার থেকে পাওয়া বলে হেড করেন তারিক কাজী। তবে, তার শট ঠেকিয়ে দেন প্রতিপক্ষ গোলরক্ষক মাতার। ৪৪ মিনিটে একটি ভালো সুযোগ পায় বাংলাদেশ। ফয়সাল আহমেদ ফাহিম বল বাড়িয়ে দেন মোরসালিনের দিকে। কিন্তু, বারের ওপর দিয়ে চলে যায় মোরসালিনের শট। এ ছাড়া লেবাননের রক্ষণকে খুব একটা পরীক্ষায় ফেলতে পারেনি বাংলাদেশ।
প্রথমার্ধ্বে তাই কোনো গোল ছাড়াই বিরতিতে যায় স্বাগতিক বাংলাদেশ।