‘নো’ বল ইস্যুতে টি-টেন লিগে তোলপাড়
ক্রিকেটে ‘নো’ বল নতুন কিছু নয়। প্রায় সময় বোলাররা অসাবধানতায় ‘নো’ বল দিয়ে থাকেন। এই ‘নো’ বল আবার যাচাই-বাছাই করে দেখেন আম্পায়াররা। কিন্তু টি-টেন লিগে যা হলো তা নিয়ে রীতিমতো তোলপাড় পড়ে গেছে ক্রিকেট বিশ্বে!
আবুধাবি টি টেন লিগে চেন্নাই ব্রেভস ও নর্দার্ন ওয়ারিয়র্সের মধ্যকার ম্যাচে ‘নো’ বল নিয়ে বিতর্ক উঠেছে। ভারতের সাবেক বোলার অভিমন্যু মিঠুন এমন একটি ‘নো’ বল করেছেন যা নিয়ে রীতিমতো অবাক ক্রিকেট ভক্তরা। ম্যাচটিতে চেন্নাই ব্রেভসের কাছে ৫ উইকেটে হেরেছে নর্দার্ন ওয়ারিয়র্স। তবে দল হারলেও বল হাতে ভালো করেছেন মিঠুন। ২ ওভার বোলিং করে ১১ রানে ২ উইকেট নিয়েছেন ভারতীয় বোলার।
তবে নিজের দুই ওভারের মধ্যে একটি ‘নো’ বল দেন মিঠুন। কিন্তু অবাক বিষয় হলো ওই ‘নো’ বলে ভারতীয় বোলার প্রায় দুই ফুট ওভার স্টেপিং করেছেন। যে কেউ দেখলেই মনে করবে ‘নো’ বলটি যেন তিনি ইচ্ছা করেই করেছেন।
ওই ডেলিভারিটি দেখার পর ২০১০ সালে মহম্মদ আমিরের করা ঘটনাটি ভক্তদের মনে পড়ে গিয়েছে। ওই দৃশ্যটি ভাইরাল হলে মিঠুনের প্রতি ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগও করেছেন ক্রিকেট ভক্তরা। বেশিরভাগ ক্রিকেট ভক্তরাই মনে করছেন—ওই ডেলিভারিটি ইচ্ছা করে ‘নো’ দিয়েছেন ৩৪বছর বয়সী এই বোলার।
ভারতের জার্সিতে ৪টি টেস্ট ও ৫টি ওয়ানডে খেলেছেন মিঠুন। ২০১০ সালে ভারতের সাবেক অধিনায়ক এমএস ধোনির নেতৃত্বে অভিষেক হয় তার। আন্তর্জাতিক ক্যারিয়ারে এই অল্প সময়েই শচীন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড়, বীরেন্দ্র শেভাগের মতো তারকার সঙ্গে ড্রেসিংরুম শেয়ার করার সুযোগ পেয়েছেন।