টি-টেন লিগে সাকিবের দলে তাওহিদ
দেশের ক্রিকেটে জাতীয় দলের হয়ে আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজ খেলা হচ্ছে না সাকিব আল হাসানের। গত ২৪ ঘণ্টা নানা নাটকীয়তার পর দুবাই থেকে সাকিবকে ফিরে যেতে হচ্ছে যুক্তরাষ্ট্রে। তবে, জাতীয় দলের হয়ে না খেললেও বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে তুমুল জনপ্রিয় তিনি। আসন্ন টি-টেন লাগেও বাংলা টাইগার্সের আইকন ক্রিকেটার বাংলাদেশি অলরাউন্ডার। একই দলে আরেক বাংলাদেশি তারকা তাওহিদ হৃদয়।
টি-টেন লিগে বাংলা টাইগার্সের অধিনায়কের দায়িত্ব পড়েছে সাকিব আল হাসানের ওপর। একই দলে প্লাটিনাম ক্রিকেটার হিসেবে আছেন আফগানিস্তানের তারকা ক্রিকেটার রশিদ খান।
এবার তাওহিদকে দলে ভেড়ালো তারা। আজ শুক্রবার নিজেদের অফিশিয়াল পেজে তাওহিদের ছবি পোস্ট করে ভক্তদের জানান দিয়েছে বাংলা টাইগার্স।
টি-টেন লিগে এটিই প্রথমবার তাওহিদের ডাক পাওয়া। গতকাল বৃহস্পতিবার প্লেয়ার্স ড্রাফটের ১৮তম রাউন্ড থেকে তাকে দলে টানে বাংলা টাইগার্স।
বাংলা টাইগার্স দলে আছেন সাকিব আল হাসান, লিয়াম লিভিংস্টোন, রশিদ খান, ইফতিখার আহমেদ এবং দিনেশ কার্তিককে। গেল আসরের দল থেকে তারা রেখে দিয়েছে জশ লিটল, দাসুন শানাকা আর হযরতউল্লাহ জাজাইকে।