গোলাপি বলের টেস্টে আগ্রহী নয় ভারত
বেশ ঘটা করেই শুরু হয়েছিল গোলাপি বলের টেস্ট ক্রিকেট। ‘পিঙ্ক বল টেস্ট’ নামে পরিচিত গোলাপি বলের টেস্টগুলো মূলত দিনরাত্রির। ওয়ানডে ও টি-টোয়েন্টির মতো টেস্টের জনপ্রিয়তা বাড়াতে দিনের পাশাপাশি রাতেও টেস্ট খেলার ধারণা আসে। প্রস্তাবটি প্রথম রাখে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। সর্বোচ্চ চারটি ‘পিঙ্ক বল টেস্ট’ খেলেছে ভারত। জিতেছে তিনটি, হেরেছে একটিতে। তবে, এই ধরনের টেস্ট ম্যাচের প্রতি এখন আর আগ্রহ পাচ্ছে না ভারত।
ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ায় আজ সোমবার (১১ ডিসেম্বর) এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে বিসিসিআইয়ের সাধারণ সম্পাদক জয় শাহ জানান, ভারত বর্তমানে পিঙ্ক বল টেস্টে আগ্রহী নয়। দর্শকেরও আগ্রহ নেই এর প্রতি।
জয় শাহ বলেন, ‘এই ধরনের টেস্ট বেশিরভাগই তিন দিনে শেষ হয়ে যায়। কিন্তু, মানুষ চায় টেস্ট চার-পাঁচদিন পর্যন্ত গড়াক। এটি নিয়মিত আয়োজন করার আগে দর্শকের আগ্রহ বাড়াতে হবে। তারা আগ্রহ পেলে এ ধরনের ম্যাচ আয়োজনের কথা আবারও চিন্তা করব আমরা।’
জয় শাহ আরও বলেন, ‘সর্বশেষ পিঙ্ক বল টেস্ট আয়োজিত হয়েছিল অস্ট্রেলিয়ায়। এরপর আর গত এক বছরে কেউ আগ্রহ দেখায়নি। আমরাও তাই আপাতত সেদিকে যাচ্ছি না।’