নতুন কোচ খুঁজছে ভারত!
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর বাকি অল্প কদিন। আগামী ১ জুন থেকে মাঠে গড়বে মহাযজ্ঞ। এর আগে নতুন কোচের সন্ধান করছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ইএসপিএনক্রিকইনফো নিজেদের প্রতিবেদনে আজ শুক্রবার (১০ মে) এমনটিই জানিয়েছে।
বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে পাড়ি দেওয়ার আগেই নতুন কোচের জন্য বিজ্ঞপ্তি দেবে ভারত। বিসিসিআইয়ের সাধারণ সম্পাদক জয় শাহ বলেন, ‘আমরা নতুন কোচের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি দেব। তিন বছর ধরেই আমরা কোচ খোঁজার প্রক্রিয়া শুরু করব করব করেও করা হয়ে ওঠেনি। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ আমাদের লক্ষ্য। বর্তমান কোচ রাহুল দ্রাবিড়ও আবেদন করতে পারবেন নিজের পদের জন্য। নতুন কোচের সঙ্গে কোচিং স্টাফের বাকি সদস্যদেরও প্রয়োজন অনুযায়ী বদলানো হবে।’
এর আগে বর্তমান কোচ রাহুল দ্রাবিড়কে দ্বিতীয় দফা নিয়োগ দেওয়া হয় ওয়ানডে বিশ্বকাপের পর। বিশ্বকাপ ব্যর্থতায় গুঞ্জন উঠেছিল চাকরি হারাবেন দ্রাবিড়। সেবার অবশ্য তা করেনি বিসিসিআই।
দ্রাবিড়কে দ্বিতীয়বার নিয়োগ দেওয়া প্রসঙ্গে জয় শাহ বলেছিলেন, ‘আমি আগেও বলেছি ভারতীয় দলের জন্য এই মুহূর্তে দ্রাবিড়ের চেয়ে ভালো কেউ নেই। তিনি নিজেকে প্রমাণ করেছেন। বিশ্বকাপ ফাইনালের আগে আমরা টানা ১০ ম্যাচ জিতেছি। এটি সহজ বিষয় নয়। তাকে উৎসাহিত করা উচিত।’
দায়িত্ব পেয়ে দ্রাবিড় বলেছিলেন, ‘ফের আমার ওপর আস্থা রাখায় বিসিসিআইকে ধন্যবাদ। ভারতীয় দলের সঙ্গে গত দুই বছরের স্মৃতি অসাধারণ। একসঙ্গে আমরা অনেক কিছুর সাক্ষী হয়েছি। উত্থান-পতন মিলিয়ে অসাধারণ যাত্রা ছিল। আমাদের ড্রেসিংরুমের পরিবেশ চমৎকার। দলের প্রতি সবার ডেডিকেশন অন্য পর্যায়ের।’