ভারতের কোচ হতে চান নরেন্দ্র মোদি-শাহরুখ খান!
ভারতের বর্তমান কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গে দলটির চুক্তি টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত। এর আগেই নতুন কোচের সন্ধানে নেমেছে দেশটি। বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে পাড়ি দেওয়ার আগেই নতুন কোচের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। গতকাল সোমবার (২৭ মে) ছিল কোচ হতে আগ্রহীদের আবেদন জমা দেওয়ার শেষ দিন।
বিসিসিআই জানিয়েছে, তিন হাজারের বেশি আবেদন জমা পড়েছে। সেই তালিকায় আছেন খোদ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুধু মোদিই নন, বলিউড বাদশা ও কেকেআরের মালিক শাহরুখ খানও আগ্রহী ভারতের কোচ হতে। বিসিসিআইয়ের বরাত দিয়ে আজ এমন খবরই প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।
কোচের বিজ্ঞপ্তিটি মূলত একটি গুগল ফর্মের মাধ্যমে ছেড়েছিল বিসিসিআই। সেখানে অসংখ্য মানুষ ছদ্মনাম ব্যবহার করে আবেদনপত্র জমা দিয়েছে। তাতে আবেদনকারীরা নাম হিসেবে মোদি, শাহরুখ ছাড়াও ব্যবহার করেছেন শচীন টেন্ডুলকার, মহেন্দ্র সিং ধোনিদের নাম। আছেন মোদির দল বিজেপির সাধারণ সম্পাদক অমিত শাহও।
বিসিসিআইয়ের বরাতে ইন্ডিয়া টুডেতে বলা হয়, ‘ভারতের কোচ হওয়ার বিজ্ঞপ্তি দেওয়ার পর থেকে তিন হাজার ৪০০টি আবেদন জমা পড়েছে। দেখা যাচ্ছে, আবেদন করেছেন মোদি, অমিত শাহ, শাহরুখ খানের মতো ব্যক্তিরা। যদিও, এসব ভুয়া। এতে একটি সমস্যা তৈরি হয়েছে। এতসব ভুয়া আবেদনের ভিড়ে কারা সত্যিই কোচ হতে আগ্রহী তাদের খুঁজে পাওয়া মুশকিল হয়ে পড়েছে।’
এর আগে বর্তমান কোচ রাহুল দ্রাবিড়কে দ্বিতীয় দফা নিয়োগ দেওয়া হয় ওয়ানডে বিশ্বকাপের পর। বিশ্বকাপ ব্যর্থতায় গুঞ্জন উঠেছিল চাকরি হারাবেন দ্রাবিড়। সেবার অবশ্য তা করেনি বিসিসিআই।