সরাসরি উইম্বলডনের শেষ চারে জকোভিচ
টেনিসের গ্র্যান্ডস্লাম টুর্নামেন্ট উইম্বলডনের সেমি ফাইনালে উঠেছেন নোভাক জকোভিচ। সার্বিয়ান তারকাকে অবশ্য মাঠের লড়াইয়ে নামতে হয়নি। কোয়ার্টার ফাইনাল থেকে তার প্রতিপক্ষ অ্যালেক্স ডি মিনেয়ার নাম প্রত্যাহার করে নেন। চোটের কারণে ম্যাচ শুরুর আগে নিজেকে সরিয়ে নেন অ্যালেক্স। বার্তা সংস্থা এএফপি আজ বুধবার (১০ জুলাই) জানিয়েছে খবরটি।
২৫ বছর বয়সী অস্ট্রেলিয়ান তারকা অ্যালেক্স বলেন, ‘চোটের কারণে টুর্নামেন্ট থেকে সরিয়ে নিচ্ছি নিজেকে। কোনো সন্দেহ নেই, এটি (জকোভিচের বিপক্ষে) আমার ক্যারিয়ারের অন্যতম বড় ম্যাচ হতো। সকাল পর্যন্ত আমি অপেক্ষা করেছি কোনো মিরাকল ঘটার। কিন্তু, বাস্তবতা ভিন্ন। এই মুহূর্তে মাঠে নামাটা আমার জন্য বেশ ঝুঁকিপূর্ণ।’
অল ইংল্যান্ড ক্লাবে (উইম্বলডনের আরেক নাম) এটি জকোভিচের ১৩তম সেমি ফাইনাল। পাশে বসেছেন টেনিসের আরেক কিংবদন্তি রজার ফেদেরারের পাশে। ফেদেরার জিতেছেন আটটি উইম্বলডন। জকোভিচের ঝুলিতে আছে সাতটি শিরোপা।
জকোভিচ নিজেও আছেন চোটের সমস্যায়। পুরোপুরি সারেনি তার হাঁটুর চোট। ফ্রেঞ্চ ওপেনের পর হাঁটুতে অস্ত্রোপচার হয়েছিল ৩৭ বছর বয়সী কিংবদন্তির।