অলিম্পিকে স্বর্ণজয়ের আক্ষেপ ঘোচালেন জকোভিচ
কী নেই সার্বিয়ান টেনিস তারকা নোভাক জকোভিচের ঝুলিতে। অপ্রাপ্তি বলতে ছিল অলিম্পিকে একটি সোনা জয়। এবার সেই আক্ষেপও ঘোচালেন এই তারকা। প্যারিস অলিম্পিকের মেগা ফাইনালে স্পেনের কার্লোস আলকারাজকে স্তব্ধ করে ক্যারিয়ারকে দিলেন পূর্ণতা।
গতকাল রোববার (৪ আগস্ট) ৩৭ বছর বয়সী জকোভিচ ফিলিপ্পে ছত্রিয়ের কোর্টে ৭-৬ (৭-৩), ৭-৬ (৭-২) গেমে জিতেছেন। এই জয়ে টেনিস ইতিহাসের মাত্র পঞ্চম খেলোয়াড় হিসেবে চারটি গ্র্যান্ড স্লাম ও অলিম্পিক সোনা জিতেই ক্যারিয়ার গোল্ডেন স্লাম পূর্ণ করলেন জকোভিচ। সোনা জেতার পাশাপাশি তিন সপ্তাহ আগে উইম্বলডন টেনিসের ফাইনাল হারের বদলাও নিয়েছেন এই সার্বিয়ান তারকা।
দুই সেটের ম্যাচ শেষ হয়েছে ২ ঘণ্টা ৫০ মিনিটে। দুই সেটেই কেউ কারও সার্ভিস ব্রেক করতে পারেননি। তবে ২৪টি গেমেই অবিশ্বাস্য লড়াই করেছেন দুজন। নিখুঁত টেনিস খেলে প্রতিটি পয়েন্টে পেতে হয়েছে তাদের। শেষ পর্যন্ত জকোভিচের অভিজ্ঞতার সঙ্গে পেরে ওঠেননি আলকারাজ।
এর আগে চারবার অলিম্পিকে খেলে জকোভিচের সেরা সাফল্য ছিল ব্রোঞ্জ পদক জয়। সেটাও ২০০৮ সালে। ১৯৮৮ সালে টেনিস ফেরার পর সবচেয়ে বয়স্ক খেলোয়াড় হিসেবে অলিম্পিকে একক ইভেন্টে সোনা জিতলেন জকোভিচ। আরাধ্য সাফল্য নিশ্চিত হতেই হাঁটু গেড়ে বসে পড়েন, তার চোখ বেয়ে পড়তে থাকে আনন্দের অশ্রু। পরে নিজের কন্যা সন্তানকে কোলে নিয়েও কাঁদতে থাকেন এই তারকা।