ক্রিকেট সংস্কারে নতুনদের সঙ্গে বসতে প্রস্তুত নাজমুল আবেদীন
বাংলাদেশে গঠিত হয়েছে অন্তবর্তী সরকার। যে সরকারের প্রধান উপদেষ্টা নির্বাচিত হয়েছেন ড. মুহম্মসদ ইউনূস। ১৭ সদস্যের উপদেষ্টা পরিষদে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ক্রীড়াঙ্গনের নতুন এই উপদেষ্টার সঙ্গে প্রয়োজনে কাজ করতে প্রস্তুত ক্রিকেট বিশ্লেষক ও কোচ নাজমুল আবেদীন ফাহিম।
মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে আজ শনিবার (১০ আগস্ট) গণমাধ্যমের মুখোমুখি হন নাজমুল আবেদীন। সেখানে, বাংলাদেশ ক্রিকেটের সংস্কার নিয়ে কথা বলেন তিনি। এই বিশ্লেষক জানান, প্রয়োজন হলে নতুন উপদেষ্টার (আসিফ মাহমুদ) সঙ্গে বসবেন।
গণমাধ্যমকে নাজমুল আবেদীন বলেন, ‘সেখানে (নতুন উপদেষ্টার সঙ্গে বসে) যদি ভালো কিছু দেওয়া যায়, তাহলে কেন নয়? আমি অবশ্যই এতে অংশ নেব। যারা এসব ব্যাপারে অবগত আছেন, তাদের কাছ থেকে আইডিয়া নেওয়া দরকার। সিদ্ধান্ত গ্রহণে সহজ হবে।’
এছাড়া বিসিবির আগামীর রূপরেখা নিয়ে নাজমুল আবেদীন বলেন, ‘এটি নিয়ে আমরা বছরের পর বছর চিন্তাভাবনা করেছি। কোন জায়গায় কী করলে আরেকটু এগোনো যায়, কোন জায়গায় ঘাটতি আছে, আমাদের কী রিসোর্স আছে, যা দিয়ে আমরা এগোতে পারি। সামনে হয়তো এটা নিয়ে আমি আলাপও করব।’