তাসমানিয়া টাইগার্সের কাছে আফিফ-ইমনদের হার
অস্ট্রেলিয়ায় টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে তাসমানিয়া টাইগার্সের কাছে হেরেছে বাংলাদেশ ‘এ’ দল। টিআইও স্টেডিয়ামে আজ সোমবার (১২ আগস্ট) তাসমানিয়ার কাছে পাঁচ উইকেটে হেরেছে বাংলাদেশ। ম্যাচ হারলেও এদিন নিজেদের মেলে ধরেছিলেন তানজিদ তামিম-আফিফ হোসেনরা।
আগে ব্যাট করে ২০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ১৬৬ রান তোলে বাংলাদেশ। জবাবে ১৯.৩ ওভারে পাঁচ উইকেটে ১৬৭ রান করে তাসমানিয়া।
টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় তাসমানিয়া। ওপেনিং জুটিতে ৭৩ রান আসে বাংলাদেশের দুই ব্যাটার তানজিদ তামিম ও জিসান আলমের ব্যাট থেকে। ২৯ বলে ২৮ রান করে রানআউট হয়ে সাজঘরে ফেরেন তামিম। তবে, জিসান খেলেন বুক চিতিয়ে। ২৩ বলে দুটি চার ও তিনটি ছক্কায় ৩৮ রান আসে জিসানের ব্যাট থেকে।
বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান করেন পারভেজ হোসেন ইমন। ২৯ বলে সমান দুটি করে চার ও ছক্কায় ৩৯ রানে অপরাজিত থাকেন ইমন। আকবর আলী করেন ১৭ বলে ২০ রান। এতে বাংলাদেশ পায় লড়াইয়ের পুঁজি।
খুব বেশি রান না হলেও বোলাররা সেটি নিয়ে লড়াই চালিয়ে যান। তাসমানদের আটকে রাখেন শেষ ওভার পর্যন্ত। এক পর্যায়ে তাসমানিয়াকে জেঁকে ধরেছিল হারের শঙ্কা। তাদের উদ্ধার করেন জ্যাক ডোরান। ৩৭ বলে চারটি চার ও তিনটি ছক্কায় ৭১ রানে অপরাজিত থাকেন জ্যাক। তাতে নিশ্চিত হয় তাসমানিয়ার জয়। বাংলাদেশের পক্ষে রাকিবুল হাসান নেন দুই উইকেট।