দুই হারের পর অস্ট্রেলিয়ায় জয়ে ফিরলেন আফিফরা
অস্ট্রেলিয়ায় টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে শুরুটা ভালো হয়নি বিসিবি হাই পারফরম্যান্স দলের। প্রথম ম্যাচ জিতলেও পরের দুই ম্যাচে হারের মুখ দেখে তামিম-আফিফরা। তবে, নিজেদের চতুর্থ ম্যাচে অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটোরিকে হারিয়ে দারুণ এক জয় পেল বিসিবি এইচপি।
আজ বৃহস্পতিবার (১৫ আগস্ট) ডারউইনে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ১২৪ রান করেছিল অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটোরি। জবাবে, ১৬.৪ ওভারে চার উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বিসিবি এইচপি। ৬ উইকেটের জয়ে আত্নবিশ্বাস ফিরে পেল বিসিবি এইচপি।
অবশ্য এই ম্যাচে জয়ের পেছনে বড় ভূমিকা রেখেছেন বোলাররাই। রিপন-আবু হায়দারদের তোপে মাত্র ১২৪ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটোরি। ৪ ওভারে ২৬ রানে ৩ উইকেট নেন রিপন মণ্ডল। আর ২৬ রান খরচায় আবু হায়দার নেন দুই উইকেট।
ব্যাট হাতে জবাব দিতে নেমে ভালো শুরু করেন দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও জিসান আলম। এই দুইজনের ৫১ রানের জুটিতে জয়ের পথ তৈরি হয় বিসিবি এইচপির। ১৫ বলে ১৮ রান করে তানজিদ আউট হলেও ফিফটি তুলে নেন জিসান। ৩৬ বলে ৫০ রান করে সাজঘরে ফেরেন তিনি।
পরবর্তীতে পারভেজ হোসেন ইমনের ২৩ রান ও আফিফ হোসেনের ১৭ রানে অনায়াসে জয় তুলে নেয় বিসিবি এইচপি। আগামীকাল পাকিস্তান এ দলের মুখোমুখি হবে তামিমরা।