বাফুফে নির্বাচন
উৎসবমুখর পরিবেশে চলছে ভোটগ্রহণ
নির্বাচন আসছে, এমন একটি আমেজ ছিল ফুটবল পাড়ায়। আসি আসি করে ইতোমধ্যে শুরু হয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচন। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আজ শনিবার (২৬ অক্টোবর) চলছে বাফুফে নির্বাচন।
দুপুর ২টা থেকে শুরু হয়ে ভোটগ্রহণ চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। এই নির্বাচনের মধ্যে দিয়ে নতুন সভাপতি পেতে যাচ্ছে দেশের ফুটবল। আগামী চার বছরের জন্য কার হাতে উঠছে বাফুফের দায়িত্ব, তা নির্ধারণ করবেন বাফুফের ১৩৩ জন কাউন্সিলর।
নির্বাচনে সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতি ও সদস্য—এই চার পদে মোট ২১ জন নির্বাচিত হবেন। তবে এর মধ্যে একজনের নিশ্চিত হয়ে গেছে। সেটি হলো সিনিয়র সহ-সভাপতি পদ। গত ২০ অক্টোবর এই পদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন তরফদার রুহুল আমিন। তৃতীয় কোনো প্রার্থী না থাকায় সরাসরি সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হন অপর প্রার্থী ইমরুল হাসান। সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়ে গেছেন, সেহেতু কাল নির্বাচনে বাফুফের ১৩৩ জন কাউন্সিলর ভোট দেবেন সভাপতি, সহ-সভাপতি ও সদস্য—পদের জন্য লড়াই করা প্রার্থীদের।
এবারের নির্বাচনে নেই সাবেক বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। আগেই জানিয়েছেন, তিনি আর এই পদে নির্বাচন করবেন না। তাই এবার সভাপতি পদে লড়াই করছেন দুজন। দুইবারের সহ-সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে লড়াইটা দিনাজপুরের ক্রীড়া সংগঠক মিজানুর রহমানের। এই দুজনের মধ্যেই একজন হবেন নতুন বাফুফে সভাপতি।
এ ছাড়া, চারটি সহ-সভাপতি পদের জন্য ছয়জন এবং ১৫টি সদস্য পদের জন্য ৩৭ জন প্রার্থী লড়াই করবেন। এবারের নির্বাচনেও বাফুফের বিদায়ী নির্বাহী কমিটিতে থাকা আটজন লড়াই করছেন। বাকি ২৯ জনের মধ্যে বেশির ভাগ এবারই প্রথম নির্বাচন করছেন।