বিপিএলের ফিক্সচার চমৎকারভাবে সাজানো হয়েছে : ফারুক আহমেদ
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসর বসবে আগামী ডিসেম্বরে। যে আসরকে ঘিরে সবার ভীষণ প্রত্যাশা। এর যথেষ্ট কারণ আছে। রাজনৈতিক পট পরিবর্তনের পর বদল এসেছে ক্রীড়াঙ্গনেও। বদল আসে বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও (বিসিবি)। বিসিবির বর্তমান সভাপতি ফারুক আহমেদ প্রতিশ্রুতি দিয়েছিলেন, একাদশ বিপিএলে থাকবে চমক ও নতুনত্ব।
এর মধ্যে আসন্ন বিপিএলের ফিক্সচার নিয়ে কথা বলেছেন ফারুক আহমেদ। কেমন হতে পারে বিপিএলের ফিক্সচার—আজ মঙ্গলবার (১২ নভেম্বর) তার একটি ধারণা দিলেনবিসিবি সভাপতি। বিসিবির দেওয়া একটি ভিডিওতে তিনি জানান, ফিক্সচার এমনভাবে সাজানো হচ্ছে, যাতে সবকিছুর ভারসাম্য থাকে।
ফারুক আহমেদ বলেন, ‘আসলে প্রতিবারই যখন ফিক্সচার করি ক্রিকেট বোর্ড থেকে, কোনো না কোনো ব্যাপারে আলাপ-আলোচনা হয়। যে কারণে আমরা সবদিক বিবেচনা করেছি। এটি লম্বা একটি টুর্নামেন্ট। কারও কারও ব্যাক টু ব্যাক (টানা ম্যাচ) খেলতে হয়, ট্রাভেলিংয়ের ব্যাপার আছে, ডে-নাইট ম্যাচ হয়—অনেক জিনিস আমাদের মেলাতে হয়। আমি বলব, এবারের বিপিএলের ফিক্সচার আমরা বেশ চমৎকারভাবে সাজিয়েছি। এবারের ফিক্সচার মোটামুটি সবগুলো দলের একইরকম। ব্যাক টু ম্যাচ সবার প্রায় সমান। কারও তিনটা, কারও দুইটা। এমন নয় যে কারও পাঁচটা, কারও একটা, এরকম করিনি। ১৫ জানুয়ারি পর্যন্ত সব দল সর্বনিম্ন চার ম্যাচ, সর্বোচ্চ সাত ম্যাচ খেলবে।’
তিন ভেন্যুতে সাত দল নিয়ে অনুষ্ঠিত হবে আসন্ন বিপিএল। প্রথমে ঢাকা, তারপর সিলেট ঘুরে চট্টগ্রামে হবে ম্যাচগুলো।