আইপিএলে দল পাবেন তো বাংলাদেশি ক্রিকেটাররা?
তিন বছর পর অনুষ্ঠিত হওয়া আইপিএলের মেগা নিলাম চলবে দুই দিনব্যাপী। গতকাল শুরু হওয়া নিলাম শেষ হবে আজ সোমবার (২৫ নভেম্বর)। প্রথমদিনে বাংলাদেশের কোনো খেলোয়াড়কে ডাকা হয়নি। দ্বিতীয়দিনে ডাকার সম্ভাবনা আছে আজ। তবে, নিলামে নাম দেওয়া ১২ জনের মধ্যে কজন দল পান, সেটি মূল ব্যাপার।
আইপিএলে বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে সফল সাকিব আল হাসান। সাকিবের পর আছেন মুস্তাফিজুর রহমান। এই দুজনের ওপর চোখ থাকবে সবার। জাতীয় দলে নেই সাকিব। তার আইপিএল রেকর্ড তাকে দল পাইয়ে দিতে পারে। মুস্তাফিজ গত মৌসুমে চেন্নাইয়ের হয়ে নিজেকে নতুনভাবে খুঁজে পেয়েছেন। তার ওপরও চোখ থাকবে সবার।
অন্য যে ১০ জন আছেন, তাদের মধ্যে রিশাদ হোসেনকে নিয়ে আশা জেগেছে বাংলাদেশি ক্রিকেট ভক্তদের। যদিও, মূল আগ্রহটা ফ্যাঞ্চাইজিগুলোর কাছে। তারা আগ্রহ দেখালেই তবেই খুলতে পারে ভাগ্যের দুয়ার। বাকি যারা আছেন, তাদের ঘিরে সম্ভাবনা কম হলেও শেষের আগে শেষ বলা যাবে না।
নিয়ম অনুযায়ী, আইপিএলের প্রতিটি দলে মোট ২৫ জন করে খেলোয়াড় থাকতে হবে। কোনো দলই এখনও ২৫ জন নিতে পারেনি। এখন পর্যন্ত ১১৮ জন ক্রিকেটারকে কিনেছে ১০টি দল মিলে। এখনও ১৩২ জনকে নিতে হবে। মোট ৫৭৭ জন ক্রিকেটারের তালিকা হয়েছে নিলামে। যার মধ্যে ডাকা হয়েছে ৮৪ জনকে। অন্যদের আজ তোলা হবে। সেখান থেকে বাংলাদেশের সবার নাম ওঠাও একটা ব্যাপার, তারপর কেনা।