বিপিএলে বকেয়া আদায়ে আইনি পথে বিসিবি
বিপিএলে অংশগ্রহণ করা ফ্র্যাঞ্চাইজিগুলোর বকেয়া টাকা নিয়ে গড়িমসি নতুন নয়। দলগুলোর কাছে পাওনা অর্ধকোটি আদায়ের জন্য লম্বা সময় ধরে চেষ্টা করেও তা আদায় করতে ব্যর্থ হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবার আইনি পথে হাঁটার সিদ্ধান্ত বিসিবির। এমনটাই জানিয়েছেন সভাপতি ফারুক আহমেদ।
গতকাল রোববার (১ ডিসেম্বর) রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে হয় বিপিএলের মাসকট ও লোগো উন্মোচন। এই অনুষ্ঠানে বিপিএলে ফ্র্যাঞ্চাইজিগুলোর বকেয়া প্রসঙ্গে ফারুক আহমেদ বলেন, ‘আমরা বিপিএলের দলগুলোর কর্ণধারদের কাছে উকিল নোটিশ পাঠিয়েছি টাকা জমা দিতে। আমরা যে টাকা পাওয়ার কথা, তার সামান্যই পেয়েছি। তবে নিয়ম অনুযায়ী তাদের এই টাকা দিতেই হবে।’
বিপিএলের আগের আসরগুলোতে ফ্র্যাঞ্চাইজিগুলোর বকেয়া নিয়ে একই ধরনের অভিযোগ উঠেছিল। তবে এবার বিসিবি আরও কঠোর অবস্থান নিচ্ছে বলে জানা গেছে। আগামী আসরের আগে এই বকেয়া সমস্যার সমাধান করতে বিসিবি যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত বলে ইঙ্গিত দিয়েছেন সভাপতি।
এবারের বিপিএলে ই-টিকেটিংয়েরও চেষ্টা করছে বিসিবি। দর্শক-ভক্তদের সম্পৃক্ততা বাড়ানো ও সবার মাঝে তারুণ্যের উৎসবকে দেশব্যাপী ছড়িয়ে দিতে মিউজিক ফেস্ট নামে তিন ভেন্যুতে ২৩, ২৫ ও ২৭ ডিসেম্বর তিনটি কনসার্ট আয়োজনের কথাও জানান বিসিবি সভাপতি যেখানে ক্রিকেট ভক্তদের অংশগ্রহণের সুযোগ থাকবে। এর সঙ্গে থাকবে আরও নানা আয়োজন।
উল্লেখ্য, বিপিএলের ১১তম আসর শুরু হচ্ছে আগামী ৩০ ডিসেম্বর। সাত দলের টুর্নামেন্ট শেষ হবে আগামী বছর ৭ ফেব্রুয়ারি মার্চ। ঢাকা, সিলেট, চট্টগ্রাম, ঢাকা—৪৬ ম্যাচের বিপিএল হবে চারটি পর্বে। ঢাকার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরুর পর ৬ থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত ১২টি ম্যাচ হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। এরপর বিপিএল যাবে বন্দর নগরী চট্টগ্রামে। সেখানকার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ১৬ থেকে ২৩ জানুয়ারি হবে ১২টি ম্যাচ।