ফ্ল্যাশ ভিডিও প্লেয়ার বাদ দিল ফেসবুক
অ্যাডোব ফ্ল্যাশপ্লেয়ারকে বাদ দিতে যেন উঠে পড়ে লেগেছে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। এতদিন তাও ভরসা ছিল ফেসবুক। কিন্তু এখন ফেসবুকও ফ্ল্যাশপ্লেয়ার থেকে সরে এসেছে।
ভিডিও চালানোর জন্য তারা ব্যবহার করছে এইচটিএমএল ৫ প্লেয়ার। আজ শনিবার ফেসবুকের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেওয়া হয়েছে এবং এখন ফেসবুকের সব ভিডিওই চলছে এইচটিএমএল ৫-এর মাধ্যমে।
গত ছয় মাসে আগে ফেসবুকের চিফ সিকিউরিটি অফিসার ফ্ল্যাশ প্লেয়ার থেকে সরে আসার কথা জানিয়েছিলেন। বাগ এবং অন্যান্য ভাইরাস ও নিরাপত্তা ঝুঁকির কারণেই ফেসবুকের এই সিদ্ধান্ত। এ খবর জানিয়েছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য নেক্সট ওয়েব।
ফেসবুক ফ্রন্ট-এন্ড ইঞ্জিনিয়ার ড্যানিয়েল বাউলিগ এক ব্লগপোস্টে লিখেছেন, ‘আমরা অ্যাডোবের সঙ্গে কাজ করছি ফেসবুকে গেম খেলার জন্য একটি সুরক্ষিত প্ল্যাটফর্ম তৈরিতে। কিন্তু ভিডিও প্ল্যাটফর্মটি আমরা পুরো পরিবর্তন করেছি।’
এর আগে এইচটিএমএল ৫ ব্যবহৃত হতো ওয়েবসাইটে ভারী ভিডিও ফাইল চালানোর কাজে। তবে সারা বিশ্বের সব ব্রাউজার এবং মোবাইল প্ল্যাটফর্মে নতুন ফরম্যাটে ভিডিও চালানোর জন্য যথেষ্ট ডিবাগিং প্রক্রিয়ার মধ্য দিয়ে গেছে ফেসবুক।
ফেসবুকের ইঞ্জিনিয়ার বাউলিগ লিখেছেন, ‘আমরা প্রথমে চিন্তা করেছিলাম অল্প কিছু ব্রাউজারে এইচটিএমএল ৫ প্লেয়ার ব্যবহার করব। পরে আস্তে আস্তে ব্রাউজার এবং প্ল্যাটফর্মের সংখ্যা বাড়াব।’
বাউলিগ তার ব্লগপোস্টে এইচটিএমএল ৫ প্লেয়ার ব্যবহারের আরো সুবিধা নিয়ে লিখেছেন। তাঁর মতে, এই প্লেয়ারে এখন আরো সহজে ভিডিও চালানো যাবে, বাফারিং ছাড়াই দ্রুত চলবে এসব ভিডিও।