জনপ্রিয় ই-স্পোর্টস খাতকে আরো উৎসাহিত করতে চাই : আনাস খান
পুরো অডিটোরিয়াম ভর্তি শিক্ষার্থীরা। যাদের সবার নজর বিগ স্ক্রিনের দিকে। যখনই শক্র পক্ষকে ঘায়েল করছে তখনই আনন্দে মেতে উঠছে পুরো গ্যালারি। মাঝেই বুঝে উঠলাম এখানে ই-স্পোর্টস প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড ল্যানে অনুষ্ঠিত হচ্ছে। যা সবাই মিলে বড় স্ক্রিনে উপভোগ করছে।
এ সময় কথা হয় আইইবি’র সিইসির একজন শিক্ষার্থীর সাথে; তিনি বলেন, বাংলাদেশে ই-স্পোর্টস ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছে, বিশেষত আমাদের তরুণ প্রজন্মের মধ্যে। ইন্টারনেট অ্যাক্সেস বৃদ্ধি, গেমিং প্ল্যাটফর্মের সহজলভ্যতার কারণে এই গেম জনপ্রিয় হয়ে উঠছে; দেখতেই পাচ্ছেন কত বড় আয়োজন।
সোমবার (২ ডিসেম্বর) ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)-তে এই ই-স্পোর্টস প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। সেখানেই এমন চিত্র দেখা যায়। “ন্যাশনাল কলেজিয়েট ইস্পোর্টস চ্যাম্পিয়নশিপ (এনসিইসি) সিজন ২” নামের এই ইস্পোর্টস প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা তাদের গেমিং দক্ষতা প্রদর্শন করে। এই আয়োজনটির গেমিং পার্টনার ছিল গিগাবাইট অরাস।
প্রতিযোগিতায় জনপ্রিয় গেম যেমন ভ্যালোরেন্ট, ফিফা এবং অন্যান্য অনলাইন গেমের আয়োজন ছিল। এতে তরুণরা তাদের প্রতিভা প্রদর্শন করেন এবং সেরা পারফর্মারদের পুরস্কৃত করা হয়।
গিগাবাইটের কান্ট্রি ম্যানেজার খাজা মো. আনাস খান অনুষ্ঠানে বক্তব্য রাখেন, তিনি বলেন, ‘এটি শুধু প্রতিযোগিতা নয়, ইস্পোর্টসের প্রতি তরুণদের আগ্রহ এবং সম্ভাবনাকে আরও উৎসাহিত করেছে। এই খাতে এগিয়ে নিতে সব সময় সহযোগিতা ছিল; আরও কাজ করছি।’
তিনি বলেন, ‘ই-স্পোর্টস বাংলাদেশে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে, এবং ভবিষ্যতে এমন আয়োজন আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।’
আনাস খান গিগাবাইটের তরুণ প্রজন্মের ভূমিকার প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, ‘তরুণদের কারণে আজ গিগাবাইট শীর্ষস্থানে পৌঁছেছে।’
অনুষ্ঠানে আইইউবি ইস্পোর্টস ক্লাবের সভাপতি দায়িয়ান এম শ্যাম, আইইউবি’র সিনিয়র লেকচারার সানজার আদনান আলম, আকাশ ডিজিটালের হেড অব কর্পোরেট মোহাম্মদ আরিফুল ইসলাম, গিগাবাইট বাংলাদেশের ই-স্পোর্টস ইভেন্ট কো-অর্ডিনেটর নাজমুল ইসলাম আবির, গিগাবাইট কমিউনিটি ম্যানেজার মোস্তফা মনোয়ার এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অন্যান্য অতিথিরাও উপস্থিত ছিলেন।
এ ছাড়া, অনুষ্ঠানের ফাইনাল রাউন্ড ল্যানে অনুষ্ঠিত হয়, যেখানে দর্শকরা বড় স্ক্রিনে প্রতিযোগিতা উপভোগ করেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কনসার্টের আয়োজনও করা হয়, যেখানে আইইউবি ড্যান্স ক্লাবসহ শিক্ষার্থীরা পারফর্ম করেন।
প্রসঙ্গত, ই-স্পোর্টস বা ইলেকট্রনিক স্পোর্টস হলো ভিডিও গেমের প্রতিযোগিতামূলক খেলা, যা সাধারণত দলগত বা ব্যক্তিগত ভিত্তিতে অনুষ্ঠিত হয়। এর মধ্যে ডটা ২, লিগ অব লিজেন্ডস, কাউন্টার-স্ট্রাইক, ভ্যালোরেন্ট, পাবজি এবং ফিফা অন্যতম জনপ্রিয় গেম। ইস্পোর্টস ও এই কমিউনিটিকে এগিয়ে নিতে বিশ্বের অন্যতম শীর্ষ মাদারবোর্ড, গ্রাফিক্স কার্ড ও হার্ডওয়্যার সল্যুশন উৎপাদক প্রতিষ্ঠান গিগাবাইট কাজ করছে। ব্র্যান্ডটির দেশের বাজারে পরিবেশক স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড।