অক্সফোর্ডের বর্ষসেরা শব্দ ‘ভ্যাক্স’
অক্সফোর্ড ইংলিশ ডিকশনারির (ওইডি) শব্দকোষ-সংকলকরা চলতি বছরের বর্ষসেরা শব্দ হিসেবে ভ্যাক্সিন বা টিকার সংক্ষিপ্ত রূপ ‘ভ্যাক্স’কে (Vax) বেছে নিয়েছেন। সোমবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, করোনাভাইরাস মহামারির কারণে ২০২১ সালে বিশ্বজুড়ে ভ্যাকসিন সম্পর্কিত শব্দের ব্যবহার ব্যাপক বৃদ্ধি পেয়েছে। এতে ভ্যাক্সের পাশাপাশি ডাবল-ভ্যাক্সড (double-vaxxed), আনভ্যাক্সড (unvaxxed) এবং অ্যান্টি-ভ্যাক্সার (anti-vaxxer) শব্দগুলোও রয়েছে।
অক্সফোর্ড ইংলিশ ডিকশনারির জ্যেষ্ঠ সম্পাদক ফিওনা ম্যাকফারসন বলেছেন, বর্ষসেরা হিসেবে ভ্যাক্স শব্দটি সংশয়াতীতভাবে বেছে নেওয়া হয়েছে। কারণ বছরজুড়ে এই শব্দটি লক্ষ্যণীয় প্রভাব ফেলেছে।
ফিওনা ম্যাকফারসন বলেন, কমপক্ষে ১৯৮০’র দশক থেকে এই শব্দটি ব্যবহৃত হয়ে আসছে। কিন্তু আমাদের রচনা সংকলন অনুযায়ী, চলতি বছরের আগে এই শব্দটি খুব কম ব্যবহার করা হতো।
‘আপনি যখন অন্য শব্দ গঠনে এর বৈচিত্র্যময় রূপ যোগ করেন— যেমন ভ্যাক্সি (vaxxie), ভ্যাক্স-অ্যা-থন (vax-a-thon), ভ্যাক্সিনিস্তা (vaxinista), তখন এটি পরিষ্কার হয়ে যায় যে, ভিড়ের মধ্যে ভ্যাক্স শব্দটি অন্য শব্দের তুলনায় আলাদা।
ভ্যাক্স শব্দটির গ্রহণযোগ্য বানান দুটি— ভ্যাক্স (Vax) এবং ভ্যাক্স (Vaxx)। তবে এক এক্স যুক্ত বানানটিই বহুল প্রচলিত।