আফগান সেনাপ্রধানকে অপসারণ, নবনিযুক্ত হলেন জেনারেল আলীজাই
আফগানিস্তানের সেনাপ্রধান ওয়ালি মোহাম্মাদ আহমাদজাইকে সরিয়ে দেওয়া হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে এ কথা জানানো হয়েছে।
আফগানিস্তানের সংবাদমাধ্যম টোলো নিউজ জানায়, জেনারেল হেবাতুল্লাহ আলীজাইকে নতুন সেনাপ্রধান করা হয়েছে। জেনারেল আলীজাই এতদিন আফগান বিশেষ বাহিনীর সর্বাধিনায়ক ছিলেন। ওই পদে সেনাবাহিনীর ২১৫ নম্বর ডিভিশনের কমান্ডার সামি সাদাতকে নিয়োগ দেওয়া হয়েছে।
প্রেসিডেন্ট আশরাফ ঘানি গত জুনে জেনারেল ওয়ালি মোহাম্মাদ আহমাদজাইকে সেনাপ্রধান হিসেবে নিয়োগ দিয়েছিলেন।
তালেবান আফগানিস্তানের বিস্তীর্ণ এলাকার নিয়ন্ত্রণ গ্রহণ করার পর দেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর ভূমিকা ব্যাপকভাবে প্রশ্নবিদ্ধ হওয়ার পর জেনারেল আহমাদজাইকে সরিয়ে দেওয়া হলো।
সাম্প্রতিক সময়ে তালেবান ক্ষিপ্র গতিতে একের পর এক প্রাদেশিক রাজধানীর দখল নিচ্ছে। আফগান সেনাবাহিনী তালেবানের বিরুদ্ধে লড়াই চালু রাখলেও তেমন শক্তিশালী অবস্থান গ্রহণ করতে পারছে না। তীব্রতর যুদ্ধ পরিস্থিতিতে সেনাপ্রধানকে কোনো ফ্রন্ট পরিদর্শন করতে দেখা যায়নি। কয়েকদিন আগে একাধিক আফগান সংসদ সদস্য জেনারেল আলীজাইকে অযোগ্য ঘোষণা করে তাঁকে সরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছিলেন।