ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন বন্ধ করতে হবে : পাকিস্তানের সেনাপ্রধান
অতিসত্তর ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন বন্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের চিফ অব আর্মি স্টাফ জেনারেল কামার বাজওয়া। ইসলামাবাদে আজ শনিবার নিরাপত্তা বিষয়ক এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এর অনলাইনে এক প্রতিবেদনে এমনটি জানানো হয়।
জেনারেল কামার বাজওয়া বলেন, নিরাপত্তা বিষয়ে রাশিয়ার যৌক্তিক উদ্বেগ সত্ত্বেও একটি ছোট দেশের বিরুদ্ধে এমন আগ্রাসন গ্রহণযোগ্য নয়। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনকে ‘বড় ধরনের ট্র্যাজেডি’ হিসেবে আখ্যায়িত করেন তিনি।
পাকিস্তানের চিফ অব আর্মি স্টাফ বলেন, ‘শুরু থেকেই পাকিস্তান সংঘাত বন্ধ এবং অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে আসছে। এই সংঘাতের স্থায়ী ও দীর্ঘমেয়াদী সমাধানের জন্য সব পক্ষের মধ্যে আলোচনা সমর্থন করি আমরা।’
অর্ধেক ইউক্রেন ধ্বংস হয়ে গেছে উল্লেখ করে কামার বাজওয়া বলেন, ‘আগ্রাসনের ফলে হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটেছে। লাখ লাখ মানুষকে ঘরবাড়ি ছাড়া হতে হয়েছে।’
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান সম্প্রতি রাশিয়া সফর করে এসেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্ব ইমরান খানের রাশিয়া সফর ভালো চোখে দেখেনি। এমন অবস্থায় একে রাশিয়ার আগ্রাসন হিসেবে উল্লেখ করে তা অতিসত্তর থামানোর আহ্বান জানালেন পাকিস্তানের সেনাপ্রধান। আগামীকাল ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের আগেরদিন জেনারেল কামার বাজওয়ার এই বক্তব্যকে বিশেষ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।