এপ্রিলে সর্বোচ্চ আয় করেছে সুয়েজ খাল
মিসরের সুয়েজ খাল মাসিক হিসাব অনুযায়ী এই এপ্রিলে ইতিহাসের সবচেয়ে বেশি আয় করেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়েছে।
জাহাজ পারাপার ফি বাবদ এপ্রিল মাসে ৬২৯ মিলিয়ন মার্কিন ডলার আদায় করা হয়েছে বলে আজ রোববার জানিয়েছে সুয়েজ খাল কর্তৃপক্ষ।
সুয়েজ খাল কর্তৃপক্ষের চেয়ারম্যান ওসামা রাবিয়ি এক বিবৃতিতে জানিয়েছেন, গত বছরের এপ্রিলের তুলনায় এবারের এপ্রিলে আয় বেড়েছে ১৩ দশমিক ৬ শতাংশ।
লোহিত সাগর ও ভূমধ্যসাগরের সংযোগ ঘটানো ১৯৩ কিলোমিটারের সুয়েজ খাল এশিয়া ও ইউরোপের বাণিজ্যিক রুট হিসেবে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। করোনার কারণে গত দুই বছর রুটটিতে জাহাজ পারাপারের মাত্রা কম ছিল। এ বছর তা স্বাভাবিকভাবেই বেড়ে গেছে।