কাবাঘরে বয়স্ক-প্রতিবন্ধী হজযাত্রীদের জন্য বৈদ্যুতিক গাড়ি
বিশ্বের বিভিন্ন মুসলিম দেশ থেকে আসা বয়স্ক ও প্রতিবন্ধী হজযাত্রীদের জন্য পবিত্র মক্কার মসজিদুল হারামে চালু হলো অত্যাধুনিক বৈদ্যুতিক লোকোমোটিভ গাড়ি। এর মাধ্যমে খুব সহজেই হাজিরা পবিত্র কাবাঘরের চারপাশ ‘তাওয়াফ’ ও ‘সায়ি’ করতে পারবেন।
২ দশমিক ৯৮ মিটার দৈর্ঘ্য ও এক মিটার প্রস্থের এ যানে রয়েছে আন্তর্জাতিক নিরাপত্তা মানসম্পন্ন আটটি ড্রাই ব্যাটারি। এতে গাড়ির চালক ছাড়াও একসঙ্গে আটজন বয়স্ক ও প্রতিবন্ধী হজযাত্রী চড়তে পারবেন। এটি ৩০ কিলোমিটার দূরত্ব পর্যন্ত চলতে সক্ষম। অত্যাধুনিক প্রযুক্তির সেন্সর পদ্ধতিতে এর গতি নিয়ন্ত্রণ, সংঘর্ষরোধ, দরজা খোলার সময় স্বয়ংক্রিয় পদ্ধতিতে থামানো হয়।
সৌদি সরকার এ সেবা চালু করায় এখন থেকে বয়স্ক ও প্রতিবন্ধী হজযাত্রীরা আরও সহজভাবে ওমরাহ পালন করতে পারবেন। এ ধরনের উদ্যোগ সৌদি সরকারের জন্য প্রশংসানীয়।