জাপানের সঙ্গে বিরোধপূর্ণ দ্বীপপুঞ্জে সামরিক মহড়া চালাবে রাশিয়া
জাপানের নিষেধাজ্ঞা থাকা বিরোধপূর্ণ দ্বীপপুঞ্জে সামরিক মহড়া চালাবে বলে জানিয়েছে রাশিয়া। সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
দ্বীপপুঞ্জটিকে রাশিয়া সাউদার্ন কুরিল আর জাপান নর্দার্ন টেরিটোরিজ বলে আখ্যায়িত করে থাকে। দুই জাতির মধ্যে ৭০ বছরের বেশি সময় ধরে এটি নিয়ে বিরোধ রয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হলেও এই দ্বীপপুঞ্জের কারণে এখন পর্যন্ত দুই দেশ শান্তিচুক্তিতে সই করেনি।
চারটি দ্বীপের সমন্বয়ে গঠিত এই দ্বীপপুঞ্জ নিয়ে দীর্ঘদিনের চলমান শান্তি আলোচনা কয়েকদিন আগে ইস্তফা জানায় রাশিয়া।
এবার সেখানে তিন হাজারের বেশি সেনা এবং শত শত সামরিক যান নিয়ে মহড়া চালাবে বলে ঘোষণা দিল রাশিয়া।
ইউক্রেনে রাশিয়ার আক্রমণের কারণে জাপান মস্কোর ওপর নিষেধাজ্ঞার ঘোষণার পরই রাশিয়ার দিক থেকে মহড়ার ঘোষণা এল।