তাঁবু থেকে নিখোঁজের ১৮ দিন পর উদ্ধার ৪ বছরের শিশু
অস্ট্রেলিয়ায় পশ্চিমাঞ্চলের একটি দুর্গম এলাকা থেকে নিখোঁজ হওয়ার ১৮ দিন পর চার বছর বয়সি এক শিশুকে জীবিত ও সুস্থ অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। একটি তালাবদ্ধ ঘর থেকে উদ্ধার করা ওই শিশুর নাম ক্লিও স্মিথ। সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
বিবিসি জানিয়েছে, অস্ট্রেলিয়ার কারনারভান শহরের নিকটবর্তী এলাকায় পারিবারিক ভ্রমণের সময় গত ১৬ অক্টোবর তাঁবু থেকে নিখোঁজ হয় ক্লিও স্মিথ। এরপর থেকে শিশুটিকে খুঁজে পেতে তোলপাড় শুরু হয়।
ক্লিও স্মিথ নিখোঁজের ঘটনায় আটক ৩৬ বছর বয়সী এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করছেন গোয়েন্দারা।
বিবিসি জানিয়েছে, ফরেনসিক সূত্র ধরে কারনারভন অঞ্চলের একটি বাড়িতে আজ বুধবার অভিযান চালিয়ে ক্লিও স্মিথকে উদ্ধার করে পুলিশ।
ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া অঙ্গরাজ্যের ডেপুটি কমিশনার কল ব্লানচ এক বিবৃতিতে বলেছেন, ‘পুলিশ ছোট্ট ক্লিওকে (ওই বাড়ির) একটি কক্ষ থেকে উদ্ধার করেছে।’
“আমাদের এক কর্মকর্তা শিশুটিকে কোলে তুলে নিয়ে জিজ্ঞাসা করেন, ‘তোমার নাম কী?’ শিশুটি জবাব দেয়, ‘আমার নাম ক্লিও”, যোগ করেন কল ব্লানচ।
উদ্ধারের পর ক্লিও স্মিথকে তার মা-বাবার কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সন্তানকে ফিরে পেয়ে ক্লিও’র মা এলি স্মিথ ইনস্টাগ্রামে লিখেছেন, ‘আমাদের পরিবার আবার সম্পূর্ণ হলো।’