দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঘটনায় ইতালিয়ানদের কাছে ক্ষমা চাইল কানাডা
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ছয় শতাধিক ইতালিয়ানকে বন্দিশিবিরে আটক রাখার জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছে কানাডা। খবর সিটিভি নিউজের।
দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো হাউস অব কমন্সে বৃহস্পতিবার এক ভাষণে এই ক্ষমা চান। এ সময় ভোগান্তির শিকার পরিবারগুলোর কাছেও ক্ষমা চেয়েছেন ট্রুডো। এসব পরিবারের প্রায় ৩১ হাজার সদস্য ‘শত্রু পক্ষীয়’ হিসেবে ঘোষিত হওয়ায় তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন বলেও জানান তিনি।
জার্মানির মিত্র হিসেবে ১৯৪০ সালে ইতালি যুদ্ধে জড়িয়ে পড়ে। সে সময় ৬০০ ইতালীয়কে কানাডার ক্যাম্পে আটক রাখা হয়, চার নারীকে আটক করে কারাগারে পাঠানো হয়েছিল। অন্যদিকে প্রায় ৩১ হাজার ইতালীয় কানাডিয়ানকে ‘শত্রু পক্ষীয়’ হিসেবে ঘোষণা করা হয়েছিল, যার ফলে তারা দুর্ব্যবহার ও বৈষম্যের শিকার হয়েছিল।
জাস্টিন ট্রুডো বলেন, ‘যে পুরুষ ও নারীদের বিনা অভিযোগে যুদ্ধশিবির বা কারাগারে বন্দি করা হয়েছিল, তাঁদের কাছে, যারা এই ক্ষমা প্রার্থনা শোনার জন্য আর আমাদের মাঝে নেই ... সেই নিরীহ ইতালিয়ান কানাডীয় পূর্বসূরিদের লজ্জা ও ক্ষত নিয়ে শত্রু পক্ষীয় হিসেবে ঘোষিত হওয়ায় তাঁদের সন্তান ও নাতি-নাতনিরা অতীতের লজ্জা বহন করছেন। এই সম্প্রদায় আমাদের দেশের জন্য অনেক কিছু দিয়েছেন। এই ঘটনার জন্য আমরা দুঃখিত।’