বার্নি স্যান্ডার্সকে নিয়ে এবার মিম বানালেন জাস্টিন ট্রুডো
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের অভিষেক অনুষ্ঠানের পর থেকে ভেরমন্টের সিনেটর বার্নি স্যান্ডার্সের একটি ছবি দিয়ে বানানো অগণিত মিম ভেসে বেড়াচ্ছে নেট দুনিয়ায়। সাম্প্রতিক সময়ের অন্যতম জনপ্রিয় এই মিমে এবার যোগ দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোও।
শনিবার ট্রুডো তাঁর টুইটার অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেছেন যেখানে দেখা যাচ্ছে তিনি প্রেস ব্রিফিংয়ে কথা বলছেন আর তাঁর পেছনে বাড়ির সামনে বসে আছেন বার্নি স্যান্ডার্স।
ছবির ক্যাপশনে ট্রুডো লেখেন, ‘এক মাস বা তার আগে সংবাদ সম্মেলনে আমার ছেলের ঢুকে পড়াটা ছিল একটি ঘটনা। কিন্তু এটা…এখন ভ্রমণের সময় না। ঘরে থাকুন, এর মাধ্যমে আমি বুঝাচ্ছি নিজের ঘরে থাকুন।’
মাসখানেক আগে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় ট্রুডোর শিশু সন্তান জানালায় হাজির হয়। সেই প্রসঙ্গটি তিনি ক্যাপশনে আনেন। আর মিমে বার্নিকে ট্রুডোর ঘরের বাইরে দেখা যাচ্ছে, যা মহামারির মধ্যে উচিত নয়। ঘরে থাকা বলতে সেটিই ইঙ্গিত করেছেন ট্রুডো।
বাইডেনের অভিষেক অনুষ্ঠানে গায়ে শীতের কোট, মুখে মাস্ক ও হাতে উলের মোজা পরে চেয়ারে জবুথবু হয়ে বসে ছিলেন সাবেক ডেমোক্র্যাট প্রেসিডেন্ট পদপ্রার্থী বার্নি স্যান্ডার্স। সেই মুহুর্তটি ধারন করেন এএফপি’র চিত্রগ্রাহক ব্রেনড্যান মিয়ালোস্কি। মুহুর্তের মধ্যেই ছবিটি এডিট করে মজার সব মিম তৈরি করে অনলাইন দুনিয়ায় ছড়িয়ে দেন নেটিজেনরা। হলিউড অভিনেতা রায়ান রেনল্ড, কেভিন হার্ট, বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনও বার্নিকে নিয়ে বানানো এই মিমের খেলায় অংশ নিয়েছেন।