নারী সেজে লকার ভেঙে চুরি, আটক সেই যুবক (ভিডিওসহ)
বোরকা পরে নারী সেজে ছয় কোটি ৯২ লাখ টাকা সমপরিমাণ মূল্যের দিরহাম ও দামি দামি ঘড়ি চুরি করে সংযুক্ত আরব আমিরাতে আটক হয়েছেন এক ইউরোপীয় যুবক। গত শুক্রবার চুরির ঘটনার ৪৭ মিনিটের মাথায় সিসিটিভি ফুটেজ দেখে ওই চোরকে আটক করেছে দুবাই পুলিশ।
পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তি একটি সংঘবদ্ধ চক্রের সদস্য এবং চক্রটি শুধু সংযুক্ত আরব আমিরাত নয় ভূমধ্যসাগরীয় বেশ কয়েকটি দেশে সক্রিয় রয়েছে।
দুবাই পুলিশ জানায়, পর্যটক ভিত্তিক আবাসিক এলাকায় এক ইউরোপীয় ব্যবসায়ীর অ্যাপার্টমেন্টের একটি লকারে ১০ মিলিয়ন দিরহাম ছিল। তাড়াহুড়ার কারণে তিন মিলিয়ন নগদ দিরহাম নিয়ে পালায় চোর চক্রের ওই সদস্য। লকার ভাঙতে লোহার যন্ত্রপাতি ব্যবহার করে সে।
গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে দুবাই পুলিশ সিসিটিভি ফুটেজ মিলিয়ে ওই ব্যক্তিকে আটক করে। আটকের সময় সে পুরুষের পোশাকে ছিল।
সন্তানসম্ভবা স্ত্রীকে দেখতে নিজ দেশে গেছেন অ্যাপার্টমেন্টের মালিক। পুলিশের ধারণা, ওই ইউরোপীয় ব্যবসায়ীকে দীর্ঘদিন ধরে ফলো করে আসছিল চোর চক্রটি।