পর্যটক টানতে নারী পুলিশদের হট প্যান্ট পরার নির্দেশ!
পর্যটকদের আকৃষ্ট করতে সরকারের তরফ থেকে নানা ব্যবস্থার কথা শোনা যায়। কখনো পর্যটন অঞ্চলের অবকাঠামোগত সুযোগ-সুবিধা বৃদ্ধি, কখনো বা যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করে থাকেন সংশ্লিষ্টরা। পর্যটকদের জন্য বিশেষ প্রণোদনাও দেওয়া হয় বিভিন্ন সময়। তবে এবার কাঙ্ক্ষিত মাত্রায় পর্যটকদের আকৃষ্ট করতে পুলিশের নারী কর্মীদের হট প্যান্ট পরার নির্দেশ দিয়েছেন খোদ মেয়র!
ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজের প্রতিবেদনে জানা যায়, পর্যটনশিল্পের প্রতি জোর দিচ্ছে লেবানন সরকার। দেশটিতে যাতে পর্যাপ্ত পরিমাণে পর্যটকের আগমন ঘটে, সে লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। আর তারই ধারাবাহিকতায় লেবাননের ম্যাটন জেলার ব্রুমানা শহরের মেয়র পিয়েরে আক্সার নিয়েছেন ওই সিদ্ধান্ত।
শহরের নারী পুলিশ কর্মীদের হট প্যান্ট পরতে নির্দেশ দিয়েছেন মেয়র। আর এর পক্ষে-বিপক্ষে ব্যাপক আলোচনা-সমালোচনা হলেও মেয়রের নির্দেশ এরই মধ্যে কার্যকর করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, হট প্যান্ট পরে রাস্তায় গাড়ি নিয়ন্ত্রণ করছেন পুলিশের নারী সদস্যরা।
চলমান সমালোচনাকে হাওয়ায় উড়িয়ে দিতে চাইছেন মেয়র। নিজের নেওয়া সিদ্ধান্তের পক্ষে বেশ কয়েকটি কারণও উল্লেখ করেছেন তিনি। মেয়র জানান, শহরে যাতে আরো বেশি পর্যটক আসেন, সে জন্যই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এখানেই শেষ নয়। পুলিশ কর্মীদের দীর্ঘদিনের পোশাক আধুনিকীকরণ করার সিদ্ধান্তও নিয়েছেন মেয়র।
মেয়র পিয়েরে আক্সারের মতে, একসময় নারীদের জিন্স পরাকেও অশালীন পোশাক হিসেবে বিবেচনা করা হতো। কিন্তু এখন মানুষের চিন্তাধারায় পরিবর্তন এসেছে। তাই পুলিশের পোশাকেও পরিবর্তন হওয়া জরুরি।
যা-ই হোক, এরই মধ্যে মেয়রের সিদ্ধান্ত নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। তবে সমালোচনাকে আমলে নিতে নারাজ নারী পুলিশ কর্মীরাও। বরং মেয়রের এমন সিদ্ধান্তে তাঁরা বেশ খুশি বলে জানিয়েছেন অনেকে। নারী পুলিশদের অনেকেই জানিয়েছেন, বিষয়টি বেশ উপভোগ করছেন তাঁরা। জানা যায়, ওই কর্মীদের প্রত্যেকের বয়স বিশের কোঠায়।