বন্দুকধারীদের হামলায় আফগান সরকারের গণমাধ্যম পরিচালক নিহত
আফগানিস্তানের তথ্য ও গণমাধ্যম কেন্দ্রের পরিচালক দাওয়া খান মেনপাল বন্দুকধারীদের হামলায় নিহত হয়েছেন। আজ শুক্রবার রাজধানী কাবুলের দারুল আমান রোডে এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয় সংবাদমাধ্যম টোলো নিউজের বরাত দিয়ে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, দেশটির তথ্য ও গণমাধ্যম কেন্দ্রের পরিচালককে হত্যার সঙ্গে তালেবান জাড়িত বলে দাবি করেছে দেশটির সরকার।
দাওয়া খান মেনপাল আফগানিস্তান সরকারের অবস্থান নিয়ে নিয়মিত টুইট করতেন। টুইটারে তাঁর ফলোয়ার সংখ্যা প্রায় এক লাখ ৪২ হাজার।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মীরওয়াইস স্তানিকজাই হত্যার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, দুর্ভাগ্যজনকভাবে আবার এক কাপুরুষোচিত সন্ত্রাস হামলায় এক দেশপ্রেমিক আফগান প্রাণ দিলেন।
উল্লেখ, কাবুলে প্রতিরক্ষামন্ত্রীর বাড়িতে তালেবান হামলার মাত্র দুদিন পর এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটল। গত বুধবার কাবুলের একটি অভিজাত এলাকায় বসবাসরত প্রতিরক্ষামন্ত্রীর বাসভবন লক্ষ্য করে হামলা চালায় একদল সশস্ত্র ব্যক্তি। আফগান সরকারি বাহিনী সেই হামলা প্রতিহত করেছে এবং চার সশস্ত্র ব্যক্তি নিহত হয়েছে।