ব্রিটিশ মিলিটারির জন্য কাজ করা আফগানরা যুক্তরাজ্যে স্থায়ী হতে পারবে
আফগানিস্তানে দুই দশকের যুদ্ধ চলাকালে ব্রিটিশ মিলিটারির জন্য কাজ করা আফগানরা যুক্তরাজ্যে স্থায়ী হতে পারবে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বিবিসির প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে।
প্রথমে আফগানদের পাঁচ বছর বসবাসের সুযোগ দেওয়া হবে বলে জানিয়েছিল যুক্তরাজ্য। এখন সারাজীবনের জন্য স্থায়ীভাবে বসবাস করতে দেওয়ার কথা জানানো হলো। এর নাম দেওয়া হয়েছে ‘অপারেশন ওয়ার্ম ওয়েলকাম’।
গত ১৩ আগস্ট থেকে শুরু করে এ পর্যন্ত যুক্তরাজ্য আফগানিস্তান থেকে আট হাজারের বেশি আফগানকে সরিয়ে এনেছে। ১৫ আগস্ট কাবুল দখলের মধ্য দিয়ে গোটা আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয় তালেবান। এর আগের কয়েকদিনে দেশের বড় বড় শহরের দখল নিশ্চিত করে সশস্ত্র গোষ্ঠীটি।
অন্যদিকে এখনও যেসব যুক্তরাজ্যের নাগরিক ও সহযোগী আফগান আফগানিস্তানে আটকা পড়ে আছেন তাদের ফিরিয়ে আনতে তালেবানের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে যুক্তরাজ্য সরকারের পক্ষ থেকে আলোচনা করা হচ্ছে বলে জানানো হয়েছে। কাতারের দোহায় এ আলোচনা চলছে।
তবে ঠিক আরও কতজন ব্রিটিশ ও আফগান সহযোগী আফগানিস্তানে রয়ে গেছে তার সংখ্যা জানানো সম্ভব নয় বলে উল্লেখ করেছেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডোমিনিক রাব। তবে তা দেড়শ থেকে আড়াইশ এবং তাদের পরিবারের সদস্যরা বলে জানিয়েছে বিবিসি।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, আফগানিস্তানে যারা আমাদের সেনাদের সহযোগী হিসেবে কাজ করেছিলেন আমরা তাদের কাছে চরমভাবে ঋণী। তারা যেন যুক্তরাজ্যে এসে তাদের জীবন পুনগর্ঠন করতে পারেন সেজন্য আমরা সব ধরনের সহযোগিহতা দেব।