ভিক্টোরিয়া হ্রদে নিমজ্জিত বিমানের জীবিতদের সন্ধানে চলছে উদ্ধার অভিযান
তানজানিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় নগরী বুকোবাতে অবতরণের আগে ৪৩ জন অরোহীসহ একটি বিমান সেদেশের ভিক্টোরিয়া হ্রদে ডুবে গেছে। খারাপ আবহাওয়ার কারণে রোববার ভোরে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, উদ্ধারকারীরা জীবিতদের সন্ধান করছে। বুকোবা বিমানবন্দরে আঞ্চলিক পুলিশ কমান্ডার উইলিয়াম এমওয়াম্পাগালে সাংবাদিকদের বলেন, ‘বিমানবন্দর থেকে প্রায় ১০০ মিটার দূরে ‘প্রিসিসন এয়ারের বিমানটি হ্রদের পানিতে বিধ্বস্ত হয়েছে।’ এএফপির বরাতে বাংলাদেশ সংবাদ সংস্থা এই তথ্য জানিয়েছে।
আঞ্চলিক কমিশনার আলবার্ট চালামিলা বলেছেন, ৩৯ যাত্রী, দুই পাইলট এবং দুই কেবিন ক্রুসহ ৪৩ জন আরোহী নিয়ে ফ্লাইট পিডব্লিউ ৪৯৪ দেশটির বাণিজ্যিক রাজধানী দার এস সালাম থেকে কাগেরা অঞ্চলের লেকসাইড সিটিতে যাচ্ছিল। তিনি বলেন, ‘আমরা ২৬ জনকে উদ্ধার করতে পেরেছি। তাদেরকে আমাদের রেফারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
আলবার্ট চালামিলা আরও বলেন, ‘আমরা পাইলটদের সঙ্গে যোগাযোগ করছি। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।’
আঞ্চলিক কমিশনার জানান, এটিআর-৪২ বিমানটি টুলুস ভিত্তিক ফ্রাঙ্কো-ইতালীয় সংস্থার নির্মিত।
এদিকে, তানজানিয়ার বৃহত্তম বেসরকারি বিমান সংস্থা প্রিসিশন এয়ার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বিবৃতি দিয়েছে। এয়ারলাইন বলেছে, ‘উদ্ধারকারী দলকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং দুই ঘণ্টার মধ্যে আরও তথ্য প্রকাশ করা হবে।’
প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানান। তিনি এক টুইটে বলেন, ‘উদ্ধার অভিযান অব্যাহত থাকা অবস্থায় আসুন আমরা শান্ত থাকি ও ঈশ্বরের কাছে সাহায্যের জন্য প্রার্থনা করি।’