মার্কিনিদের যত দ্রুত সম্ভব আফগানিস্তান ছাড়তে বলল যুক্তরাষ্ট্র
আফগানিস্তানে থাকা মার্কিনিদের যত দ্রুত সম্ভব দেশটি ছাড়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। নিরাপত্তা পরিস্থিতি এবং কর্মী কমে যাওয়ায় কাবুলের যুক্তরাষ্ট্র দূতাবাসের পক্ষে নাগরিকদের সাহায্য করার ক্ষমতা ‘সীমিত হয়ে এসেছে’ উল্লেখ করে এ আহ্বান জানানো হয়। খবর সিবিএস নিউজের।
গতকাল শনিবার কাবুলের যুক্তরাষ্ট্র দূতাবাস নিরাপত্তা সতর্কতা জারি করে মার্কিন নাগরিকদের বাণিজ্যিক বিমানে আফগানিস্তান ছাড়ার তাগিদ দিয়েছে। তাৎক্ষণিকভাবে যারা বিমানের টিকেট কিনতে পারবে না, তাদেরকে প্রত্যাবাসন ঋণ দেওয়া হবে বলেও জানিয়েছে তারা।
আফগানিস্তানের বিভিন্ন প্রাদেশিক রাজধানী দখলে তালেবানের সাঁড়াশি আক্রমণের মুখে যুক্তরাষ্ট্র দূতাবাস এ নিরাপত্তা সতর্কতা দিল।
গত শুক্রবার তালেবান বাহিনী নিমরোজ প্রদেশের রাজধানী জারাঞ্জের নিয়ন্ত্রণ নেয়, পরদিন তাদের হাতে আরেকটি প্রাদেশিক রাজধানীর পতন ঘটে।
‘শেবারগান পুরোপুরি তালেবান নিয়ন্ত্রণে,’ বলেন জাওজযানের প্রাদেশিক কাউন্সিলের প্রধান বাবুর এশচি।
তালেবান শেবারগানের পুলিশ সদর দপ্তর, গোয়েন্দা সংস্থা ও গভর্নরের কার্যালয়সহ বেশিরভাগ সরকারি ভবনের দখল নিয়ে নিয়েছে বলে জানিয়েছেন জাওজযান প্রদেশের পার্লামেন্ট সদস্য হালিমা সাদাফ কারিমি। শহরের বাইরের একটি সামরিক ঘাঁটিই কেবল সেনাবাহিনীর নিয়ন্ত্রণে আছে, বলেছেন তিনি।
গত বছর যুক্তরাষ্ট্রের সঙ্গে সেনা প্রত্যাহার সংক্রান্ত চুক্তির পর থেকেই তালেবান আফগানিস্তানে অনেকটা অপ্রতিরোধ্য হয়ে উঠেছে।
চুক্তিটি ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সঙ্গে হলেও পরে নতুন প্রেসিডেন্ট জো বাইডেন চলতি বছরের আগস্টের মধ্যে আফগানিস্তান থেকে সেনা সরিয়ে নেওয়ার আশ্বাস দেন।
শনিবারও দেশটির উত্তরাঞ্চলীয় কুন্দুজ প্রদেশে আফগান বাহিনী ও তালেবান যোদ্ধাদের মধ্যে তুমুল লড়াই হয়েছে। এতে অন্তত ১১ জন নিহত ও ৯৬ জন আহত হয়েছে বলে জানিয়েছেন প্রাদেশিক হাসপাতালের প্রধান এহসানুল্লাহ ফজলি।
আফগানিস্তানের যুক্তরাষ্ট্র দূতাবাস শনিবার এক বিবৃতিতে বিভিন্ন প্রদেশের রাজধানীতে তালেবান হামলার নিন্দা জানিয়েছেন।