মিলিটারি একাডেমির ভর্তি পরীক্ষায় অংশ নিলেন ৫ হাজার আফগান তরুণ-তরুণী
আফগানিস্তানে যুদ্ধ বিধ্বস্ত পরিস্থিতির মধ্যেও সম্প্রতি কমপক্ষে পাঁচ হাজার প্রার্থী দেশটির ন্যাশনাল মিলিটারি একাডেমির ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন। এ পরীক্ষায় নারী ও পুরুষ উভয় প্রার্থীই অংশগ্রহণ করেছেন বলে জানা গিয়েছে। বার্তা সংস্থা এএনআই’র বরাত দিয়ে জিফাইভ এ খবর জানিয়েছে।
আফগানিস্তানের সংবাদ সংস্থা খামা প্রেসের এক প্রতিবেদনে জানা গেছে, আফগান সেনাপ্রধান জেনারেল ওয়ালি মোহাম্মদ আহমদজাই গত রোববার পরীক্ষা কেন্দ্রে উপস্থিত ছিলেন। দেশের এমন সংকটজনক পরিস্থিতির মধ্যে তরুণদের আফগান সেনাবাহিনীতে যোগ দিতে এগিয়ে আসার জন্য প্রশংসা করেন তিনি। সেনাপ্রধান বলেন, ‘আমাদের দেশের শত্রুদের বিরুদ্ধে এমন কঠিন পরিস্থিতিতে আফগানিস্তানকে রক্ষা করতে এগিয়ে আসার জন্য আমি আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাতে চাই।’
অন্যদিকে, হেলমান্দ প্রদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আফগান শহর লস্করগাহের টেলিভিশন কেন্দ্র দখলে নিয়ে নিয়েছে তালেবান। আফগান সেনাদের সঙ্গে ক্রমবর্ধমান সংঘর্ষের মধ্যেই তালেবান টিভি কেন্দ্রটি দখল করে।
এ ছাড়া তালেবান তাখহার, কুন্দুজ, বাদাখসান, হেরাত ও ফারাহ প্রদেশের ১০টি সীমান্ত ক্রসিং পয়েন্ট নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে। এসব সীমান্ত অঞ্চলে এখন মানুষের চলাচল ও বাণিজ্যিক কার্যক্রম পুরোপুরি বন্ধ রয়েছে।
গত ১৪ এপ্রিল থেকে এ পর্যন্ত আফগান ন্যাশনাল সিকিউরিটি ফোর্সের প্রায় চার হাজার সদস্য নিহত, সাত হাজারের বেশি আহত এবং প্রায় এক হাজার ৬০০ জন তালেবানের হাতে আটক হয়েছে। এ ছাড়া দুপক্ষের সংঘর্ষে নারী ও শিশুসহ দুই হাজার বেসামরিক ব্যক্তি নিহত এবং আরও দুই হাজার ২০০ জন আহত হয়েছে।