মিসরে পর্যটকবাহী বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে নিহত ১০
মিসরে সড়ক দুর্ঘটনায় অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। দেশটির দক্ষিণাঞ্চলের আসওয়ান প্রদেশের পর্যটক বহনকারী একটি বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষের পর বাসটিতে আগুন ধরে গেলে এই মৃত্যুর ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় আরও ১৪ জন আহত হয়েছেন। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। খবর আল জাজিরার।
প্রতিবেদনে বলা হয়, ওই দুর্ঘটনায় পাঁচ মিসরীয় নাগরিকসহ চার ফরাসি এবং এক বেলজিয়ামের নাগরিকের মৃত্যু হয়।
আসওয়ান প্রদেশের কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, বুধবার ভোরে দুর্ঘটনাটি ঘটেছে মিসরের অন্যতম প্রাচীন শহর লুক্সর থেকে প্রায় ৫৫ কিলোমিটার দক্ষিণে। বাসটি নীল নদের পশ্চিম তীরে অবস্থিত এসনার মন্দিরের দিকে যাচ্ছিল।
আসওয়ানের গভর্নর আশরাফ আত্তিয়া বলেছেন, ‘এই ঘটনায় আরও চৌদ্দজন আহত হয়েছেন। যাদের মধ্যে আটজন ফরাসি ও বাকি ছয়জন বেলজিয়ামের নাগরিক। ঘটনার পর দ্রুত তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁদের প্রত্যেকের অবস্থাই স্থিতিশীল রয়েছে।
সড়ক দুর্ঘটনা মিসরে নিয়মিত ঘটনা। দেশটির রাস্তা ও ট্রাফিক দুই বিভাগের অবস্থাই বেহাল এবং দেশটিতে সংশ্লিষ্ট আইন প্রয়োগ করা হয় তুলনামূলক শিথিলভাবে।
মিসরের সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২০ সালে দেশটিতে সড়ক দুর্ঘটনায় প্রায় সাত হাজার মানুষের মৃত্যু হয়েছে।