সীমান্ত বিরোধের জেরে নেপালে লবণের কেজি ১০০ রুপি
ভূখণ্ড নিয়ে বিরোধের জেরে ভারত-নেপাল সীমান্ত বন্ধ হওয়ায় এরই মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্যে বিরূপ প্রভাব পড়েছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়েছে। খেটে খাওয়া নেপালিদের জন্য দৈনন্দিন জীবিকা নির্বাহ শুধু কঠিন নয়, অনেকটা অসম্ভবই হয়ে পড়েছে।
ভারতের সঙ্গে সীমান্ত নিয়ে বিরোধে জড়িয়ে পড়াকে এর কারণ উল্লেখ করে নেপালে ক্ষমতাসীন সরকারের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে মানুষ।
সম্প্রতি নেপাল সরকার নির্দেশিকা জারি করে সে দেশের নাগরিকদের ভারতে প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে। একই সঙ্গে ভারতীয়দের জন্যও নেপালের দরজা বন্ধ করা দেওয়া হয়। যার জেরে দুই দেশের বাণিজ্য বন্ধ হওয়ায় নেপালে খাদ্য দ্রব্যের দাম এখন আকাশছোঁয়া।
ফলে নেপালে লবণের দাম বাড়তে বাড়তে কেজিতে হয়েছে ১০০ রুপি (প্রায় ১১২ টাকা) ও এক লিটার সরিষার তেলের দাম হয়েছে ২৫০ রুপি (প্রায় ২৮২ টাকা), সংবাদমাধ্যম ডেইলি হান্ট এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে।
সাধারণ অবস্থায় ভারতের সঙ্গে নেপালের প্রায় ৪.২১ বিলিয়ন ডলারের বাণিজ্য হয়। অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ৩১ হাজার ৭৮২ কোটি ৬৩ লাখ রুপি।
একই সঙ্গে ভারতীয় অংশেও নেপালের এই সিদ্ধান্তের যথেষ্ট প্রভাব পড়েছে। নেপাল সীমান্ত সংলগ্ন ভারতীয় অঞ্চলগুলোতেও ব্যবসা-বাণিজ্যে মন্দা চলছে।