স্মরণীয় করে রাখতে বিয়ের পোশাকে আগুন নবদম্পতির!
বিয়ের দিনটিকে স্মরণীয় করে রাখতে চান অনেকেই। কিন্তু, তাই বলে গায়ে আগুন লাগানো! শুনতে অবাক লাগলেও ঘটনা সত্য। বিয়ের দিনটি স্মরণীয় করে রাখতে নিজেদের গায়ে আগুন লাগিয়ে দিয়েছেন এক নবদম্পতি।
হলিউডের বিভিন্ন অ্যাকশন ছবিতে স্টান্ট ডাবল হিসেবে কাজ করেন গ্যাবি জেসপ ও অ্যাম্বর ব্যামবির। কাজের সূত্রেই তাঁদের আলাপ এবং সেখান থেকে প্রেম। তাই, বিয়ের দিনটি স্মরণীয় করে রাখতেও কার্যত সে হলিউড কায়দাই বেছে নিলেন তাঁরা। বিয়ের দিন পোশাক পরিহিত অবস্থায় সেটিতে দিলেন আগুন ধরিয়ে।
গ্যাবি জেসপ ও অ্যাম্বর ব্যামবির ব্যতিক্রমী এ বিয়ের একটি ভিডিও ভাইরাল হয়েছে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে। ভিডিতে দেখা যাচ্ছে—সাদা পোশাকের কনে হাতে ধরে আছেন একটি জ্বলন্ত ফুলের তোড়া, এরপর সে ফুলের তোড়া থেকেই আগুন ধরে যাচ্ছে বর-কনের পিঠে।
রাস পাওয়েল নামে এক বিবাহ-চিত্রগ্রাহক পুরো বিষয়টিকে ক্যামেরাবন্দি করেছেন। তবে, নিজেরা এমন কাণ্ড ঘটালেও, সাধারণ মানুষের জন্য নবদম্পতি দিয়েছেন সতর্কবার্তা। তাঁদের বক্তব্য—তাঁরা নিজেরা এ ধরনের কাজের জন্য প্রশিক্ষিত। পাশাপাশি পুরো বিষয়টি আগে একাধিক বার পরীক্ষামূলকভাবে অনুশীলনও করেছেন তাঁরা।