২ বছর আগে নিখোঁজ নারী সমুদ্র থেকে জীবিত উদ্ধার (ভিডিওসহ)
দুই বছর আগে নিখোঁজ হওয়া এক নারীকে কলম্বিয়ার সমুদ্র থেকে জীবিত উদ্ধার করা হয়েছে। ২০১৮ সালের সেপ্টেম্বর থেকে তিনি নিখোঁজ ছিলেন।
সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস জানায়, স্থানীয় সময় শনিবার সমুদ্র থেকে ওই নারীকে ভাসমান অবস্থায় উদ্ধার করে জেলেরা। তবে তিনি মাঝ সমুদ্রে কীভাবে গেলেন তা জানা যায়নি। ওই নারীকে উদ্ধারের ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ফেসবুকে পোস্ট হওয়া ভিডিও ফুটেজে দেখা যায়, মাছ ধরার ট্রলারটি থেকে সেটি ধারণ করা হয়েছে। প্রথমে পানিতে কিছু একটা ভাসতে দেখা যায়। সেটা ঠিক কী, প্রথমে বোঝা সম্ভব হচ্ছিল না।
এরপর হঠাৎই সেটি থেকে একটি মানুষের হাত উপরে উঠতে দেখা যায়। তখনই বোঝা যায়, একটি জীবন্ত মানুষ ভাসছেন। সঙ্গে সঙ্গে নৌকা ভাসমান ওই নারীর কাছে নিয়ে যাওয়া হয়।
কাছে গেলে বোঝা যায়, কমলা রঙের একটি ফ্লোটিং রিং আঁকড়ে ভেসে রয়েছেন এক নারী। ট্রলারে তুলে আনতেই কান্নায় ভেঙে পড়েন তিনি।
ওই নারীকে যেখান থেকে উদ্ধার করা হয়েছে তা সমুদ্র তীর থেকে প্রায় দুই কিলোমিটার দূরে। বর্তমানে ওই নারী হাসপাতালে চিকিৎসাধীন আছেন। সংবাদমাধ্যমে অবশ্য তাঁর পরিচয় প্রকাশ করা হয়নি।