ট্রাম্পকে ‘মুখ সামলে কথা বলতে’ বললেন সিআইএপ্রধান
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ডোনাল্ড ট্রাম্পকে কথা বলার সময় সতর্ক হতে বলেছেন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) প্রধান জন ব্রেনান।
স্থানীয় সময় সোমবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন শিগগিরই সিআইএপ্রধানের পদ থেকে বিদায় নিতে যাওয়া জন ব্রেনান।
সিআইএপ্রধান বলেন, ‘আমি মনে করি, ট্রাম্প এটা বোঝেন যে সাম্প্রতিক বছরগুলোতে রাশিয়ার বিভিন্ন কার্যক্রমকে হালকা চোখে দেখার বিষয়ে আরো অনেক সচেতন হতে হবে।’
ব্রেনান আরো বলেন, রাশিয়ার সক্ষমতা ও উদ্দেশ্যর সঠিক মূল্যায়ন করতে পারেননি ট্রাম্প।
সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে বেশ সক্রিয় ট্রাম্প। তাঁর বিভিন্ন পোস্টে রাশিয়া ঘেঁষা বক্তব্য পাওয়া যায় মাঝেমধ্যেই। বিশেষজ্ঞদের ধারণা, ওই পোস্টগুলোর জের ধরেই ব্রেনানের এই মন্তব্য।
সর্বশেষ মার্কিন নির্বাচনের প্রচার চলাকালে হ্যাক করা হয় ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটন ও তাঁর দলের কয়েকজন সদস্যের ই-মেইল। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো দাবি করে, ওই হ্যাকিংয়ের পেছনে সরাসরি হাত ছিল রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের।
তবে হ্যাকিংয়ে রাশিয়ার সংশ্লিষ্টতার অভিযোগটি ক্রেমলিনের সঙ্গে একই সুরে অস্বীকার করে আসছিলেন ট্রাম্প। সব শেষে এসে গত বৃহস্পতিবার হ্যাকিংয়ের বিষয়টি মেনে নেন তিনি।