চীনে জাহাজডুবি : নিহতের সংখ্যা বেড়ে ৬৫
চীনের ইয়াংসি নদীতে জাহাজডুবির ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬৫ জনে দাঁড়িয়েছে। এখনো ৩৭০ জনের বেশি যাত্রী নিখোঁজ রয়েছেন। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি এ তথ্য জানিয়েছে।
দেশটির হুবেই প্রদেশে স্থানীয় সময় গত সোমবার রাতে সাইক্লোনের কবলে পড়ে ইস্টার্ন স্টার নামে এই জাহাজটি ৪৫৬ যাত্রী নিয়ে ডুবে যায়। যাত্রীদের মধ্যে অনেকে বয়স্ক চীনা পর্যটক। আজ বৃহস্পতিবার সিসিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল বুধবার রাতে আরো ৩৯ লাশ উদ্ধার করা হয়েছে। ক্যাপ্টেনসহ ১৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। চীনে গত ৭০ বছরের মধ্যে সবচেয়ে মর্মান্তিক জাহাজডুবির ঘটনা এটি।
urgentPhoto
এখনো উদ্ধারকাজ চলছে। বার্তা সংস্থা সিনহুয়াকে নাভাল ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারের লি কিউজিও বলেন, উদ্ধারকর্মীরা জাহাজটিতে চতুর্ভুজ আকৃতির একটি ছোট গর্ত কেটে তাতে প্রবেশের পরিকল্পনা করছেন। তিনি বলেন, ‘স্বল্প সময়ের মধ্যে জাহাজটি ডুবে গেছে। তাই এর অভ্যন্তরে বাতাস আটকে রয়েছে। এতে এখনো অনেকের বেঁচে থাকার সম্ভাবনা রয়েছে।’ জাহাজের যাত্রীদের ৮০ পরিবার জিয়াংসু প্রদেশের রাজধানী নাজিং থেকে আট ঘণ্টার পথ পেরিয়ে ঘটনাস্থলের উদ্দেশে আসার জন্য বাস ভাড়া করেছে। কর্তৃপক্ষের কাছ থেকে তাঁদের স্বজনদের সম্পর্কে তেমন কোনো তথ্য না পাওয়ায় তাঁরা এ সিদ্ধান্ত নিয়েছেন।
রাস্তা অবরোধ করে বিক্ষোভের চেষ্টা করলে ২০ থেকে ২৫ জনের আধা-সামরিক বাহিনীর একটি দল বাধা দেয়। আজ সকালে জিয়াংসু প্রদেশের উপ-পুলিশপ্রধান বলেন, ‘স্বজনরা ঘটনাস্থলে দিনের বেলায় যেতে পারবেন।’ স্বজনদের জন্য তিনি বাসের ব্যবস্থা করে দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু এ সফরে সাংবাদিকদের অনুমতি দেওয়া হয়নি।