মিয়ানমারে বিদ্রোহীদের ওপর ভারতের হামলা
এবার অন্য দেশের ভেতরে ঢুকে সামরিক অভিযান চালাল ভারত। গতকাল মঙ্গলবার সকালে দেশটির সেনাবাহিনীর একটি চৌকস দল মিয়ানমারের ভেতরে ঢুকে ভারতীয় ‘বিদ্রোহীদের আস্তানায়’ হামলা চালিয়েছে। এতে কমপক্ষে ২২ বিদ্রোহী নিহত হয়েছে।
urgentPhoto
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় মনিপুর রাজ্যের সীমান্তবর্তী মিয়ানমার ভূখণ্ডে এ অভিযান চালানো হয়েছে। ভারতের সেনাবাহিনী অন্য দেশের অভ্যন্তরে ঢুকে অভিযান চালানোর বিষয়টি আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি। তবে ডিরেক্টরেট জেনারেল অব মিলিটারি অপারেশনস-এর অতিরিক্ত পরিচালক মেজর জেনারেল রণবীর সিং ইকোনমিক টাইমসকে বলেন, ‘ভারত ভূখণ্ডে হামলা চালানোর পরিকল্পনা করছিল বলে গ্রহণযোগ্য ও সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিদ্রোহীদের মোকাবিলা করা হয়েছে। অভিযানে তারা উল্লেখযোগ্য হতাহতের শিকার হয়েছে।’
টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, মিয়ানমারের চার কিলোমিটার অভ্যন্তরে এ হামলা চালানো হয়। রাশিয়ার তৈরি এমআই-৩৫ হেলিকপ্টারের মাধ্যমে সেনাসদস্যদের সীমান্ত পার করানো হয়। তবে হতাহতের ব্যাপারে বিস্তারিত তথ্য দেয়নি সেনাবাহিনী।
সেনাবাহিনী আনুষ্ঠানিকভাবে স্বীকার না করলেও ভারতের তথ্য ও সম্প্রচারমন্ত্রী রাজ্যবর্ধন সিং রাঠোর বিষয়টি স্বীকার করেছেন। তিনি বিবিসিকে বলেন, ‘সৈন্যরা মিয়ানমারে বিদ্রোহীদের দুটি আস্তানা ধ্বংস করে দিয়ে নিরাপদে ফিরে এসেছে।’
পাঁচদিন আগে মনিপুর রাজ্যে বিদ্রোহীদের হামলায় ভারতের ১৮ সৈন্য নিহত হন। ৩০ বছরের মধ্যে এই অঞ্চলে সেনাবাহিনীর ওপর সবচেয়ে বড় হামলার ঘটনা ছিল এটি। এরই প্রতিক্রিয়ায় মঙ্গলবারের হামলা চালানো হয়েছে।
ইকোনমিক টাইমস জানিয়েছে, ‘দ্রুত পাল্টা আঘাত’ হানার ব্যবস্থা করতেই ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ঢাকা সফরে যাননি।
ভারতের সংবাদমাধ্যমের খবর, সেনাবাহিনীর ৪০ জন স্পেশাল ফাইটিং কমান্ডো দুটি দলে বিভক্ত হয়ে এই অভিযান পরিচালনা করে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং প্রতিরক্ষামন্ত্রী মনোহর পার্যিকর মঙ্গলবার ভোর ৩টায় শুরু হওয়া এই অভিযান নিরীক্ষা করেছেন।