পদ্মা সেতু দুর্নীতি, বিশ্বব্যাংকের কাছে তথ্য চান কানাডার আদালত
পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির ষড়যন্ত্রের অভিযোগের ব্যাপারে বিশ্বব্যাংকের কাছে প্রমাণ চেয়েছেন কানাডার একটি আদালত। অন্টারিওর একটি আদালত পদ্মা সেতুতে দুর্নীতির ষড়যন্ত্রের ব্যাপারে বিশ্বব্যাংকের নিজস্ব তদন্তের নথিপত্র আদালতে উপস্থাপনের নির্দেশ দিয়েছেন।
তবে আদালতের নির্দেশ ঠেকাতে বিশ্বব্যাংক কানাডার সুপ্রিম কোর্টের শরণাপন্ন হয়েছে। গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট বিশ্বব্যাংকের আবেদন গ্রহণ করলেও শুনানির কোনো দিনক্ষণ ঘোষণা করেনি। পদ্মা সেতুতে দুর্নীতি ষড়যন্ত্র-সংক্রান্ত মামলাটি বর্তমানে অন্টারিওর আদালতে বিচারাধীন।
এর আগে বাংলাদেশ সরকারও বিশ্বব্যাংকের কাছে তাদের তদন্তের তথ্য দেওয়ার অনুরোধ জানালেও তা দেয়নি বিশ্বব্যাংক। বিশ্বব্যাংক বাংলাদেশের পদ্মা সেতুতে দুর্নীতির ষড়যন্ত্রের অভিযোগ তুলে ২০১০ সালে তদন্ত শুরু করে। অভিযোগ সম্পর্কে নিজেদের তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নিতে রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ—আরসিএমপিকে অনুরোধ জানায়। এরই ভিত্তিতে আরসিএমপি, কানাডিয়ান নির্মাণ প্রতিষ্ঠান এসএনসি-লাভালিনের কিছু কর্মকর্তার টেলিফোন সংলাপ রেকর্ড করার অনুমতি নেয়। পরে তারা এসএনসি-লাভালিনের কার্যালয়ে তল্লাশি চালায়। ২০১২ সালে মোহাম্মদ ইসমাইল ও রমেশ শাহকে অভিযুক্ত করে। পরে কেভিন ওয়ালেস ও বাংলাদেশি কানাডিয়ান ব্যবসায়ী জুলফিকার ভূঁইয়াকে এ মামলায় অভিযুক্ত করা হয়।