লিবিয়ায় ১২ জনের শিরশ্ছেদ করেছে আইএস
লিবিয়ার উপকূলীয় নগরী সিরতে দখলের এক লড়াইয়ে ১২ জনের শিরশ্ছেদ করেছে জঙ্গিগোষ্ঠী ইসলামী স্টেট (আইএস)। লিবিয়ার জাতীয় সংবাদ সংস্থার বরাতে বার্তা সংস্থা রয়টার্স শনিবার এ খবর জানায়।
গত মঙ্গলবার থেকে লিবিয়ার নিহত একনায়ক মোয়াম্মার গাদ্দাফির জন্মস্থান সিরতের নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ চলছে। লিবিয়ার একজন শীর্ষ কূটনীতিক নগরীতে পাইকারি হারে হত্যাযজ্ঞ হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন।
রয়টার্স জানায়, শিরশ্ছেদ করা ১২ জনই সিরতের পূর্বাঞ্চলীয় অঞ্চলের স্থানীয় যোদ্ধা যারা আইএসের বিরুদ্ধে লড়াই করছিল। এরা আহত অবস্থায় নগরীর একটি হাসপাতালে ভর্তি ছিল। জিহাদিরা ওই হাসপাতালটিতেও আগুন লাগিয়ে ওই যোদ্ধাদের বের করে এনে হাসপাতালের চত্বরে শিরশ্ছেদ করে।