মক্কায় ৪০ বাংলাদেশি আহত
সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় মসজিদ আল-হারামে ক্রেন ভেঙে পড়ার ঘটনায় অন্তত ৪০ বাংলাদেশি হজ যাত্রী আহত হয়েছেন। তাঁরা সেখানে হজ পালনের উদ্দেশে অবস্থান করছিল। শুক্রবার রাতে দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ বার্তা সংস্থা ইউএনবিকে নিশ্চিত করেছেন।
urgentPhoto
রাষ্ট্রদূত বলেন, ‘আহত সব বাংলাদেশিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।’
মসজিদ আল-হারামে ক্রেন ভেঙে পড়ে এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ৮৭ জনে দাঁড়িয়েছে। একই ঘটনায় আহত হয়েছে ১৮০ জনের বেশি। শুক্রবার স্থানীয় সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে নিশ্চিত করেছে দেশটির বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ। জানা গেছে, ঝোড়ো বাতাস ও বৃষ্টির পর ক্রেনটি ভেঙে পড়ে।
ইউটিউবে পোস্ট করা এক ভিডিওতে দেখা গেছে, ব্যাপক শব্দে ক্রেনটি ভেঙে পড়ে, এরপর চিৎকার-আহাজারি শোনা যায়।
টুইটারে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, বহুসংখ্যক দেহ এবং মসজিদের মেঝেয় রক্ত পড়ে আছে।
প্রতি বছর বিশ্বের লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমান হজ পালন করতে মক্কায় যান। মসজিদ আল-হারামে প্রতিবছরই হাজিদের সংখ্যা বাড়ছে। ক্রমবর্ধমান এই চাপ সামাল দেওয়ার অংশ হিসেবে মসজিদটির সম্প্রসারণের কাজ শুরু করেছে সৌদি কর্তৃপক্ষ। শুক্রবার ভেঙে পড়া ক্রেনটি সেই নির্মাণকাজেরই অংশ।