বিদেশিকে বিএনপি-জামায়াত হত্যা করতে পারে : প্রধানমন্ত্রী
দেশকে অস্থিতিশীল করতে বিএনপি-জামায়াত বিদেশি নাগরিক হত্যা করতে পারে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ঘটনা নিয়ে কথা বলা বিএনপির নেতারই এর পেছনে হাত থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করেন তিনি।
urgentPhoto
স্থানীয় সময় গতকাল মঙ্গলবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশ মিশনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা বলেন, আইনশৃঙ্খলার কারণে দেশে ক্রিকেট খেলার কোনো প্রতিবন্ধকতা হবে না। তবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল না এলে সেটা তাদের বিষয়।
সংবাদ সম্মেলনে দেশে ফিরে এসে এ ঘটনায় ওই বিএনপি নেতাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানান শেখ হাসিনা।
এ সময় বিরোধী দল কোনটি—এ প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, সংবিধান অনুযায়ী সংসদীয় গণতন্ত্রের পরিপ্রেক্ষিতে দেশে বিরোধী দল রয়েছে।
গত সোমবার সন্ধ্যা ৭টার দিকে গুলশান-২-এর ৯০ নম্বর সড়কে ইতালির নাগরিক চেসারে তাভেলা গুলিতে নিহত হন। এ ঘটনার পর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার দায় স্বীকার করে বার্তা দেয় নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)।
গতকাল মঙ্গলবার বিকেলে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান বলেন, ‘আমরা জানি, পশ্চিমা বিশ্বে এই জুজুর ভয় দেখিয়ে আজকের সরকার হয়তো অনেক কিছু লুফে নেওয়ার চেষ্টা করছে। হয়তো সাময়িকভাবে তারা লাভবান হতেও পারে। কিন্তু তারা যে সেটা পারবে না এবং সেই জুজুর শিকার তারা নিজেরাই হবে, তার প্রমাণ ঘটে গেছে গতকাল সন্ধ্যায়। একজন বিদেশি নাগরিক এ দেশের ক্ষয়িষ্ণু সমাজব্যবস্থার প্রতিফলন হিসেবে জীবন হারিয়েছেন। আওয়ামী লীগের জুজুর ভয় দেখানোর সুযোগে কোনো স্বার্থান্বেষী মহল বিদেশি নাগরিককে হত্যা করে ফায়দা আদায়ের চেষ্টা করতে পারে।’