সিরিয়া নিয়ে বসছে বিশ্ব শক্তিগুলো, নমনীয় হতে মুনের আহ্বান
সিরিয়ায় চলমান সংকট সমাধানে আজ শুক্রবার অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় সংলাপে বসতে যাচ্ছে বিশ্ব শক্তিগুলো। এ সংলাপে সব পক্ষকে নমনীয় আচরণ দেখানো আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন।
স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার স্পেনের রাজধানী মাদ্রিদে এক সংবাদ সম্মেলনে জাতিসংঘ মহাসচিব এ আহ্বান জানান। ভিয়েনা সংলাপে অংশ নিতে যাওয়া পাঁচ নেতৃত্ব স্থানীয় দেশ যুক্তরাষ্ট্র, রাশিয়া, ইরান, সৌদি আরব ও তুরস্ককে মুন বিশ্ব নেতৃত্বের জন্য জাতীয় স্বার্থ ত্যাগ করতে বলেছেন। তিনি বলেন, ‘এভাবে দীর্ঘদিন নিজেদের জাতীয় স্বার্থের দিকে তাকালে মানুষের দুর্ভোগ আরো বাড়বে এবং সারা বিশ্বের ভোগান্তিও বাড়বে।’
এ ছাড়া সমস্যা সমাধানে আলোচনায় অংশ নিতে যাওয়া সব কটি দেশকেই সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন মুন।
বিবিসির খবরে বলা হয়েছে, অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় স্থানীয় সময় আজ শুক্রবার শুরু হতে যাওয়া বহুপক্ষীয় এই আলোচনায় অংশ নিচ্ছে ১২টি দেশ। যুক্তরাষ্ট্র, জার্মানি, রাশিয়া আর ফ্রান্সের মতো বিশ্বশক্তিসহ থাকছে তুরস্ক, সৌদি আরব আর সিরিয়ার বিবদমান বিভিন্ন পক্ষও। এরই মধ্যে ভিয়েনায় পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরিসহ অন্য নেতারা। প্রথমবারের মতো এ সংলাপে যোগ দিচ্ছে ইরান। ইরান সিরিয়ার বাশার আল-আসাদ সরকারকে সমর্থন দিচ্ছে। আলোচনা শুরুর আগে বিভিন্ন দেশ এবং সিরিয়ার বিবদমান পক্ষগুলো পরস্পরের সঙ্গে শেষমুহূর্তের আলোচনা করছে।
সিরিয়ায় গত চার বছরের এ গৃহযুদ্ধে আড়াই লাখ মানুষ নিহত হয়েছে। দেশটির জনসংখ্যার অর্ধেক এক কোটি ১০ লাখ মানুষ অন্যত্র পালিয়ে গেছে।